রোদেলার ‘অকারণ’
মার্চ ১৬, ২০২৫, ০৯:৫৯ এএম
মা নাজমুন মুনিরা ন্যান্সির পথ ধরেই গানের জগতে পথচলা শুরু মার্জিয়া বুশরা রোদেলার। অল্প বয়সে গানের জগতে প্রবেশ করেই তাক লাগান তিনি। কিশোরী রোদেলার জন্য এরই মধ্যে গান তৈরি করেছেন হাবিব ওয়াহিদ, হৃদয় খান, এহসান রাহী, সেতু চৌধুরীরা। সেসব গানে প্রশংসায় ভেসেছেন রোদেলা। আসন্ন ঈদে একেবারে অন্যরকম একটি গান নিয়ে...