ঢাকা মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

হিংসুটে এক টিয়ে

অপু চৌধুরী 
প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৫, ০১:১৩ এএম

ময়না ঘরে গয়না পরে
ঝুমকো ঘুঙুর আলতা
পাশের বাড়ির পোষা টিয়ে 
দেখতে পেয়ে কাল তা-

রিমির সাথে আজ প্রভাতে
ধরল গিয়ে বায়না
তার খাঁচাতে রাখতে হবে 
একটি নতুন আয়না।

আয়নাতে সে বন্দি রেখে
গয়না পরা ময়নাকে
পরবে নিজে দুলকি নোলক
যা চিরকাল রয় নাকে।

হেসে হেসে রিমি শেষে
হিংসুটে এই টিয়েকে
বলল চল হিংসা ছেড়ে 
ভালোবাসা নিই এঁকে।