ঢাকা মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

হেমন্ত

রাহেলা আক্তার 
প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৫, ০১:১৬ এএম

নতুন ধানের ডালি নিয়ে
এলো হেমন্ত;
খুশির জোয়ার কৃষাণ মনে
বইছে বসন্ত।

সুখ পাখিটা আনবে এবার
নবান্নের উৎসব;
দিক-দিগন্তে আনন্দের 
পড়বে কলরব।

কৃষাণ বধূ দেখবে এসে
গোলাভরা ধান;
খুশি মনে, কৃষাণ হাতে 
দেবে খিলি পান।

ধান বেচিয়া কৃষাণ এবার 
আনবে সব গয়না;
পূরণ করবে নতুন বধূর
যত তার বায়না।