অট্টালিকায় বসত মোদের চার দেয়ালে ঘেরা
তোমরা থাকো মাটির ঘরে হয়তো বাঁশের বেড়া।
নদীর পাড়ে ঘুরে ঘুরে কুড়াও ঝিনুক নুড়ি
বিকালবেলায় নীল আকাশে ওড়াও নানান ঘুড়ি।
মাঠ জোড়া ঐ সবুজ ঘাসে তোমরা কর খেলা
কম্পিউটারে গেম খেলে যে কাটে মোদের বেলা।
পার্ক-জাদুঘর ঘুরে বেড়াই সপ্তাহ, মাসের বন্ধে
ইচ্ছে হলে ঘুরে আস সকাল-বিকাল-সন্ধ্যা।
তোমরা যদি করতে কভু মোদের সাথে দোস্তি
বন্দিজীবন মুক্ত হতো পেতাম অনেক স্বস্তি।