- ডিএসইতে লেনদেন ১ হাজার ৩৭ কোটি
- সিএসইতে লেনদেন ১৮ কোটি ২৭ লাখ
পুঁজিাবাজারে মিশ্র লেনদেনের মধ্যেও গতকাল মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) হাজার কোটি টাকার বেশি লেনদেন হয়েছে। এ নিয়ে চলতি বছরে লেনদেন তিনবার হাজার কোটিতে প্রবেশ করেছে ডিএসই। দাম বাড়ার তালিকায় রয়েছে অধিকসংখ্যক প্রতিষ্ঠান এবং বেড়েছে মূল্যসূচক।
দেশের অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল প্রধান মূল্যসূচক বেড়েছে এবং লেনদেন হয়েছে ১৮ কোটি ২৭ লাখ টাকা। আগের কার্যদিবস সোমবার লেনদেন হয়েছিল ১৮ কোটি ৭৮ লাখ টাকা।
ডিএসইর ওয়েবসাইটে বাজার পর্যবেক্ষণে গতকাল দেখা গেছে, ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১ হাজার ৩৭ কোটি ৫৩ লাখ টাকা। দাম বেড়েছে ১৬৪ প্রতিষ্ঠানের এবং দাম কমেছে ১৬৪টির এবং ৭২টির দাম অপরিবর্তিত রয়েছে।
ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৯ পয়েন্ট কমে ৫ হাজার ৪১০ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৮৯ পয়েন্টে অবস্থান করছে। বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ২ পয়েন্ট বেড়ে ২ হাজার ১০৪ পয়েন্টে উঠে এসেছে।
ডিএসইতে গতকাল মোট ৪০০টি কো¤পানির ৩১ কোটি ৬৭ লাখ ৭১ হাজার ৭১৭টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ ১ হাজার ৩৭ কোটি ৫৩ লাখ ৭১ হাজার ২০৬ টাকা।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কো¤পানি হলোÑ বেক্সিমকো ফার্মা, বিএসসি, বীচ হ্যাচারী, ওরিয়ন ইনফিউশন, সোনালী পেপার, আলিফ ইন্ডাস্ট্রিজ, এশিয়টিক ল্যাবরেটোরিজ, সিটি ব্যাংক, ইস্টার্ন হাউজিং ও মালেক স্পিনিং। দর বৃদ্ধির শীর্ষে ছিলÑ মেঘনা সিমেন্ট, বীচ হ্যাচারী, আইএসএন, আলিফ ইন্ডাস্ট্রিজ, শার্প ইন্ডাস্ট্রিজ, মুন্নু ফেব্রিক্স, হাক্কানী পাল্প, স্যালভো কেমিক্যাল, সোনারগাঁও টেক্সটাইল ও বেক্সিমকো ফার্মা।
দর কমার শীর্ষে ছিল এক্সিম ব্যাংক, সিএপিএম বিডিবিএল মি. ফা., প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি মি. ফা., এফএএস ফাইন্যান্স, বিডি ফাইন্যান্স, সমতা লেদার, ফরচুন সুজ, ইউনিয়ন ব্যাংক, ফারইস্ট ফাইন্যান্স ও সিলভা ফার্মা।