ঢাকা মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মচারীরা বোনাস পাবেন ৭৫ শতাংশ

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৫, ১২:০৯ পিএম
ছবি- সংগৃহীত

দেশের সব এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মচারীরা মূল বেতনের ৭৫ শতাংশ হারে ঈদ বোনাস পাবেন। শিক্ষা মন্ত্রণালয়ের দেওয়া এ প্রস্তাবনা অর্থ মন্ত্রণালয় অনুমোদন দিলে বিষয়টি কার্যকর হবে।

সম্প্রতি সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরারের সঙ্গে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের বৈঠকে এ তথ্য জানানো হয়।

বৈঠকে অংশ নেওয়া একাধিক শিক্ষক নেতা ও শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

তারা জানান, বৈঠকে শিক্ষা উপদেষ্টা জানিয়েছেন, দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মচারীদের ঈদ বোনাস মূল বেতনের ৭৫ শতাংশ হারে দিতে অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠিয়েছে। এ প্রস্তাব অনুমোদন হলেই কর্মচারীদের ঈদ বোনাস বাড়বে।

বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) ২০২৩ সালের প্রতিবেদন অনুযায়ী, দেশে বর্তমানে মোট এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ২৬ হাজার ৪৪৭। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন এক লাখ ৭৭ হাজার এমপিওভুক্ত কর্মচারী।