ঢাকা শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

ছাত্রলীগ নেতার হুমকিতে কনসার্ট বাতিল করল আর্টসেল

বিনোদন ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৫, ০৫:৩২ পিএম
ব্যান্ড আর্টসেল। ছবি- সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আজ অনুষ্ঠিত হচ্ছে স্থগিত হওয়া ‘জুলাই ৩৬: মুক্তির উৎসব’। কিন্তু মঞ্চে দেখা যাবে না জনপ্রিয় ব্যান্ড আর্টসেলকে। নিষিদ্ধ ছাত্রলীগের রাবি শাখার সাধারণ সম্পাদক আসাদুল্লাহ হিল গালিবের কঠোর আপত্তি ও সতর্কবার্তার পর ব্যান্ডটি শেষ মুহূর্তে নিজেদের নাম প্রত্যাহারের ঘোষণা দিয়েছে।

বৃহস্পতিবার রাতে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে গালিবের পাঠানো এক ই-মেইলের স্ক্রিনশট। সেখানে তিনি স্পষ্ট করে লিখেছেন, ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের হত্যার দিন—এ দিনটিকে জাতি শোকের আবহে পালন করে, বিনোদনের উৎসবে নয়। তার ভাষায়, ওই তারিখে ‘৩৬ জুলাই মুক্তির উৎসব’ আয়োজন শোক দিবসের অবমাননা এবং বঙ্গবন্ধুর প্রতি ঔদ্ধত্যের প্রকাশ। সতর্কবার্তায় আরও উল্লেখ ছিল, অনুষ্ঠান বাতিল না হলে তীব্র সামাজিক ও সাংগঠনিক প্রতিক্রিয়া দেখা দেবে এবং ‘বঙ্গবন্ধুর সৈনিকরা’ রাজপথে তার জবাব দেবে।

বার্তাটি আলোচনার কেন্দ্রবিন্দুতে আসার কিছুক্ষণের মধ্যেই, রাত ১টার দিকে, আর্টসেল তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে জানায়, ‘অনিবার্য কারণে আমরা ১৫ আগস্টের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কনসার্টে অংশগ্রহণ করছি না।’ ব্যান্ডটির এই ঘোষণা আসার পর গালিব সামাজিক মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করে মন্তব্য করেন, এটি জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর প্রতি তাদের শ্রদ্ধার বহিঃপ্রকাশ।

গালিবের মেইল ও আর্টসেলের ফেসবুক পোস্ট। ছবি- সংগৃহীত 

তবে আয়োজক কমিটির একাংশ আর্টসেলের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ। সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার অভিযোগ করেন, ব্যান্ডটি কোনো আলোচনা ছাড়াই অনুষ্ঠান থেকে সরে গেছে, অথচ তাদের সঙ্গে কথা বলেই দ্বিতীয় তারিখ নির্ধারণ করা হয়েছিল। তিনি বলেন, ‘এভাবে ক্যানসেল করে তারা অপেশাদার আচরণ করেছে। ক্ষতিপূরণ অবশ্যই দিতে হবে।’ তার দাবি, আর্টসেল না এলেও কনসার্টে আরও দুটি জনপ্রিয় ব্যান্ড অংশ নেবে, এবং অনুষ্ঠান যথাসময়ে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, কনসার্টটি মূলত ৫ আগস্ট হওয়ার কথা ছিল। আয়োজকদের পক্ষ থেকে বিভিন্ন প্রতিষ্ঠানে ৭৬ লাখ টাকার অনুদানের চিঠি পাঠানো হয়, যার কয়েকটি ফাঁস হয়ে সমালোচনা তৈরি করে। এরপর অনুষ্ঠান স্থগিত হয়, কিন্তু বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে ঘোষণা আসে, ১৫ আগস্টই স্টেডিয়ামে উৎসব হবে। শেষ মুহূর্তে আর্টসেলের সরে দাঁড়ানো সেই আয়োজনকে ঘিরে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।