ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কির প্রধান সংসদ ভবনে ৩০ বছর বয়সি সংসদ সদস্য (এমপি) এমেলি পেলটোনেনের মৃত্যু হয়েছে। তিনি সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির প্রতিনিধি ছিলেন। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
এদিকে, পেলটোনেনের আকস্মিক মৃত্যুতে পুরো ফিনল্যান্ডে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা গভীর দুঃখ প্রকাশ করেছেন। সোশ্যাল ডেমোক্রেটিক সংসদীয় দলের চেয়ারম্যান টিটি তুপুরাইনেন এক বিবৃতিতে বলেন, ‘তিনি আমাদের অত্যন্ত প্রিয় ছিলেন। আমরা তাকে গভীরভাবে স্মরণ করব। অকালেই একটি তরুণ জীবন শেষ হয়ে গেল।’
বর্তমানে সংসদ গ্রীষ্মকালীন ছুটিতে রয়েছে, তবুও প্রধানমন্ত্রী পেত্তেরি অরপো দিনের সব রাজনৈতিক কার্যক্রম স্থগিত করেন। তিনি পেলটোনেনের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন। এ সময় তিনি বলেন, ‘পেলটোনেন সহকর্মীদের কাছে অত্যন্ত প্রিয় ছিলেন।’ সংসদের স্পিকার জুসি হালা-আহো সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘তিনি ছিলেন সবার প্রিয় সহকর্মী, যাকে দলীয় বিভাজন ছাড়িয়ে সম্মান করা হতো।’
এদিকে এ ঘটনায় কোনো অপরাধমূলক কার্যকলাপের প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
দক্ষিণাঞ্চলীয় উসিমা অঞ্চল থেকে নির্বাচিত পেলটোনেন ২০২৩ সালে প্রথমবারের মতো সংসদ সদস্য হন। খুব অল্প বয়সেই তিনি রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন। মাত্র ১৮ বছর বয়সে তিনি ইয়ারভেনপা শহরের কাউন্সিলর নির্বাচিত হন। এরপর ২২ বছর বয়সে শহর বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হয়ে রেকর্ড গড়েন।
গত জুন মাসের শেষদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে পেলটোনেন লিখেছিলেন, তিনি কিডনির জটিলতার কারণে সংসদীয় কাজ থেকে বিরত আছেন। অসুস্থতার কারণে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছিল তাকে। তিনি জানান, শিরার মাধ্যমে অ্যান্টিবায়োটিক নেওয়ার দীর্ঘমেয়াদি চিকিৎসার কারণে তিনি গ্রীষ্মকালীন অসুস্থতার ছুটিতে আছেন এবং সুস্থ হয়ে ওঠার দিকে মনোযোগ দিচ্ছেন।