ঢাকা বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

গাজায় ত্রাণ নিশ্চিত করতে ইসরায়েল বাধ্য: আইসিজে

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৫, ১০:৩৪ পিএম
ছবি- সংগৃহীত

অবরুদ্ধ গাজা উপত্যকায় জেনেভা কনভেশনের অধীনে ইসরায়েলকে পর্যাপ্ত মানবিক সহায়তা পৌঁছানো নিশ্চিত করতে হবে। তৃতীয় রাষ্ট্র বা নিরপেক্ষ মানবিক সংস্থার (রেড ক্রস কমিটি বা জাতিসংঘের ইউএনআরডব্লিউএ) মাধ্যমে পরিচালিত ত্রাণ কার্যক্রমকে অনুমতি দিতে হবে। একইসঙ্গে এই কার্যক্রমে সম্পূর্ণ সহযোগিতা করতে ইসরায়েল বাধ্য থাকবে বলে রায় দিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)।

বুধবার (২২ অক্টোবর) আইসিজে বিস্তারিত মতামতে জোর দিয়ে বলেছে, দখলদার শক্তি হিসেবে ইসরায়েলের দায়িত্ব হলো স্থানীয় জনগণের মৌলিক চাহিদা পূরণ নিশ্চিত করা। গাজার জনসংখ্যাকে জেনেভা কনভেনশনের ৫৯ অনুচ্ছেদের পরিপ্রেক্ষিতে ‘অপর্যাপ্ত’ সহায়তা দেওয়া হয়েছে। তাই ইসরায়েলকে মানবিক ত্রাণ কার্যক্রমে সহায়তা নিশ্চিত করতে হবে এবং এগুলোর বাধা দিতে পারবে না।

আদালত জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামলার পর থেকে ইসরায়েল ত্রাণের প্রবেশ কঠোরভাবে সীমিত করেছে। এবং ২ মার্চ থেকে শুরু হওয়া মানবিক ও চিকিৎসা সরবরাহও বন্ধ রাখা হয়েছিল। এরপর ১৯ মে থেকে সীমিত পরিমাণে সহায়তা পুনরায় চালু করা সম্ভব হয়েছে।

ইউএনআরডব্লিউএ কর্মীরা সশস্ত্র গোষ্ঠীর (হামাস বা অন্য সংগঠন) সঙ্গে জড়িত—ইসরায়েলের এমন অভিযোগও প্রত্যাখ্যান করেছে আদালত। আদালত বলেছে, ইসরায়েল তা প্রমাণ করতে পারেনি। এ ছাড়া জাতি, ধর্ম, জাতীয়তা বা রাজনৈতিক মতামতের ভিত্তিতে সহায়তা বিতরণে কোনো বৈষম্যের প্রমাণও পাওয়া যায়নি।

আদালত স্পষ্ট করে বলেছে, দখলকারী শক্তি কখনো নিরাপত্তার কারণ দেখিয়ে অধিকৃত অঞ্চলে মানবিক কার্যক্রম স্থগিত করার ন্যায্যতা প্রমাণ করতে পারে না। সাহায্যের সুবিধা প্রদানে ইসরায়েল ‘নিঃশর্তভাবে’ বাধ্য। আন্তর্জাতিক মানবিক আইন ও যুদ্ধ নিয়ন্ত্রণকারী আইন অনুযায়ী, ইসরায়েলকে ফিলিস্তিনিদের মানবাধিকার সুরক্ষা, সম্মান এবং পূরণের জন্য বাধ্য করা হয়েছে।

আইসিজে পুনর্ব্যক্ত করেছে, দখলদার শক্তি হিসেবে ইসরায়েল পূর্ব জেরুজালেমসহ অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে কোনো সার্বভৌমত্ব প্রয়োগের অধিকারী নয়। এ ছাড়া যুদ্ধের পদ্ধতি হিসেবে বেসামরিক জনগণের অনাহারে রাখা সম্পূর্ণ নিষিদ্ধ।

সূত্র: আনাদোলু