উয়েফা চ্যাম্পিয়নস লিগের ম্যাচে রীতিমতো গোলের উৎসব করেছে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। তারা ৭-২ গোলে বিধ্বস্ত করেছে জার্মান ক্লাব বায়ার লেভারকুজেনকে। ঘরের মাঠে দলটিকে এক দুঃস্বপ্নের রাত উপহার দিল বর্তমান চ্যাম্পিয়নরা। খেলার প্রথমার্ধের শেষ দিকে দুই দলেরই একজন করে খেলোয়াড় লাল কার্ড দেখেন। এরপর লেভারকুজেনের ১০ জনের দলটিকে নিয়ে ছেলেখেলা করে ফরাসি জায়ান্টরা। এই বড় জয়ে টুর্নামেন্টের পয়েন্ট তালিকায় নিজেদের শীর্ষস্থান আরও মজবুত করেছে পিএসজি।
লেভারকুজেনের বিপক্ষে ম্যাচে চোট কাটিয়ে পিএসজি দলে ফেরেন উসমান দেম্বেলে। তবে তাকে রিজার্ভ বেঞ্চে রেখেই খেলতে নামে পিএসজি। সপ্তম মিনিটেই উইলিয়ান পাচোর গোলে এগিয়ে যায় তারা। প্রথমার্ধের শেষ দিকে লেভারকুজেনের আন্দগিশ ও পিএসজির জাবারনি লাল কার্ড দেখলে দুই দলই ১০ জনে পরিণত হয়। এরপর পেনাল্টি থেকে গোল করে সমতা টানেন লেভারকুজেনের আলেইশ গার্সিয়া। তবে বিরতির আগেই আরও তিনবার লেভারকুজেনের জালে বল পাঠিয়ে ম্যাচ নিয়ন্ত্রণে নেয় পিএসজি। ৪১ মিনিটে দুয়ে পিএসজিকে এগিয়ে নেন। এরপর কাভারাৎস্খেলিয়া করেন তৃতীয় গোলটি। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ডি-বক্সের বাইরে থেকে জোরাল শটে নিজের দ্বিতীয় গোলটি করেন তরুণ ফরাসি ফরোয়ার্ড দুয়ে। দ্বিতীয়ার্ধেও পিএসজির আক্রমণ অব্যাহত থাকে। ৫০ মিনিটে মেন্ডেস এবং তিন মিনিট আগেই বদলি নামা উসমান দেম্বেলে ৬৬ মিনিটে স্কোরলাইনে নাম লেখান। নির্ধারিত সময়ের একেবারে শেষ সময়ে দলের সপ্তম গোলটি করেন পর্তুগিজ মিডফিল্ডার ভিতিনহা। বড় জয়ে তিন ম্যাচে শতভাগ সাফল্যে পিএসজির পয়েন্ট দাঁড়াল ৯।
অপর ম্যাচে ১৩ মিনিটের ঝড়ে আর্সেনাল ৪-০ গোলে উড়িয়ে দেয় অ্যাথলেটিকো মাদ্রিদকে। ম্যাচের দ্বিতীয়ার্ধে নিজেদের অন্য চেহারায় তুলে ধরে চ্যাম্পিয়নস লিগে টানা তৃতীয় জয় নিশ্চিত করল আর্সেনাল। ভিক্তর ইয়োকেরেসের জোড়া গোলের পাশাপাশি গাব্রিয়েল মার্তিনেল্লি ও গাব্রিয়েল মাগালিয়াইসের গোলে উৎসব করে গানাররা। গোলের পাশাপাশি বল পজিশন ও শটের হিসাবেও আর্সেনাল ছিল অনেক এগিয়ে। টানা তৃতীয় জয়ে ৯ পয়েন্ট নিয়ে আর্সেনাল বর্তমানে পয়েন্ট টেবিলে তিনে অবস্থান করছে। গোল পার্থক্যে তাদের চেয়ে এগিয়ে আছে গত আসরের দুই ফাইনালিস্ট পিএসজি ও ইন্টার মিলান। অন্যদিকে, তিন ম্যাচে দ্বিতীয় হারের পর অ্যাথলেটিকো মাদ্রিদ ১৮ নম্বরে নেমে গেছে।