পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে আফগান শরণার্থীদের জন্য থাকা ১০টি শিবির সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে এখন পর্যন্ত প্রায় ৮৫ হাজার আফগান নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম জিও নিউজ। এ নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে আফগানিস্তানের টোলো নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে, কোয়েটা শহরে অবৈধভাবে বসবাসরত আফগান নাগরিকদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। শুধু গতকালই সেখানে ৩ হাজার ৮৮৮ জন শরণার্থীকে আটক করা হয়েছে। জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, ‘কোয়েটায় আফগান শরণার্থীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে এবং অবৈধভাবে থাকা হাজারো শরণার্থীকে আটক করা হয়েছে।’ একজন শরণার্থী, আতিকুল্লাহ মনসুর, বলেন, ‘আফগানিস্তান ও পাকিস্তানের সম্প্রতি উত্তেজনার পর থেকে অভিবাসীদের গ্রেপ্তার ও জোরপূর্বক ফেরত পাঠানো আগের তুলনায় অনেক বেড়ে গেছে।’ আরেক শরণার্থী, মোহাম্মদ রেজা সাজিশ, জানান, ‘প্রতিদিনই ফেরত পাঠানো চলছে। আমরা এখন ঘরের বাইরে যেতে ভয় পাই।’ পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ এবং খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহাইল আফ্রিদি আবারও জানিয়েছেন, আফগান শরণার্থীদের সম্মানের সঙ্গে দেশে ফেরত পাঠানো হবে।