ঢাকা বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

ট্রাম্পের বৈঠক স্থগিতের পরদিনই পারমাণবিক শক্তি দেখালেন পুতিন

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৫, ০৮:৪১ পিএম
ছবি- সংগৃহীত

ইউক্রেন যুদ্ধ নিয়ে উত্তেজনার মধ্যেই সমুদ্র, স্থল ও আকাশে পারমাণবিক শক্তির পরীক্ষা চালিয়েছে এশিয়ার বৃহত্তম দেশ রাশিয়া। আর তা পর্যবেক্ষণ করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনবিষয়ক পরিকল্পিত শীর্ষ সম্মেলন স্থগিত হওয়ার পরদিনই এই মহড়া চালাল মস্কো।

বুধবার (২২ অক্টোবর) পারমাণবিক বাহিনীর এই মহড়ায় সমুদ্র, স্থল ও আকাশ থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের অনুশীলন অন্তর্ভুক্ত ছিল বলে রয়টার্স জানিয়েছে।

ক্রেমলিন জানায়, মহড়ায় মস্কোর পারমাণবিক ত্রিদেশের সব অংশকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। উত্তর-পশ্চিম রাশিয়ার প্লেসেটস্ক উৎক্ষেপণ কেন্দ্র থেকে ইয়ার্স আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়েছে এবং ব্যারেন্টস সাগরে সাবমেরিন থেকে সিনেভা আইসিবিএম উৎক্ষেপণ করা হয়েছে।

এ ছাড়া মহড়ায় টিইউ-৯৫ কৌশলগত বোমারু বিমানের মাধ্যমে দীর্ঘ-পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রও নিক্ষেপ করা হয়েছে। মহড়ার লক্ষ্য ছিল পারমাণবিক কমান্ড কাঠামোর প্রস্তুতি পরীক্ষা এবং অধস্তন বাহিনীর নিয়ন্ত্রণ ও দক্ষতা যাচাই বলে বিবৃতিতে জানিয়েছে ক্রেমলিন।

মহড়ার সময় জেনারেল স্টাফ প্রধান জেনারেল ভ্যালেরি গেরাসিমভ পুতিনকে ভিডিও কলের মাধ্যমে জানিয়েছেন, ‘পরীক্ষাটির সমস্ত কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে’।

তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেন নিয়ে তার পরিকল্পিত শীর্ষ সম্মেলন স্থগিত হওয়ার ঠিক একদিন পর মহড়া করল রাশিয়া। গত সপ্তাহে ট্রাম্প হাঙ্গেরির বুদাপেস্টে পুতিনের সঙ্গে বৈঠকের ঘোষণা দিয়েছিলেন। সোমবার মার্কো রুবিও ও সের্গেই লাভরভের ফোনালাপের পর এটি স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার স্পষ্ট করে লাভরভ জানান, রাশিয়া ইউক্রেনে তাৎক্ষণিক যুদ্ধবিরতির বিরোধী। এদিকে ট্রাম্প সারা বছর ধরে সংঘাতের মূল বিষয়গুলো নিয়ে তার অবস্থান পরিবর্তন করছেন—যার মধ্যে রয়েছে দীর্ঘমেয়াদি শান্তি আলোচনার আগে যুদ্ধবিরতি হওয়া উচিত কি না এবং রাশিয়ার দখলে থাকা ইউক্রেনীয় ভূমি ফেরত দেওয়া সম্ভব কি না।

ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বুধবার জোর দিয়ে জানিয়েছেন, পরিকল্পিত পুতিন-ট্রাম্প শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত থাকা প্রয়োজন।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেছেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প বা প্রেসিডেন্ট পুতিন কেউই সময় নষ্ট করতে চান না। এই দুই নেতাই দক্ষতার সঙ্গে কাজ করতে অভ্যস্ত, তবে কার্যকর পদক্ষেপের জন্য সবসময় প্রস্তুতি থাকা জরুরি।’

বিশ্লেষকরা মনে করছেন, পূর্ব-পশ্চিম উত্তেজনার এই পরিবেশে রাশিয়া নিয়মিত পারমাণবিক মহড়া চালাচ্ছে। এর মাধ্যমে শক্তি প্রদর্শন। একইসঙ্গে প্রতিপক্ষকে স্মরণ করিয়ে দিচ্ছে যে, তাদের বিশ্বের বৃহত্তম পারমাণবিক অস্ত্রভান্ডার রয়েছে।

চলতি মাসের শুরুতে আটলান্টিক মহাসাগরের দুই পাড়ের দেশগুলোর সামরিক জোট ন্যাটোও বার্ষিক পারমাণবিক মহড়া শুরু করেছে। বেলজিয়াম ও নেদারল্যান্ডসে অনুষ্ঠিত স্টেডফাস্ট নুন মহড়ায় ১৩টি দেশের প্রায় ৬০টি বিমান অংশ নিয়েছে। এর মধ্যে এফ-৩৫এ যুদ্ধবিমান ও বি-৫২ বোমারু বিমানও রয়েছে।