ঢাকা বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

চুয়াডাঙ্গায় দিনদুপুরে ২১ ভরি স্বর্ণ ও নগদ টাকা চুরি, আটক ৪

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৫, ১০:৩৪ পিএম
আটককৃতরা। ছবি- রূপালী বাংলাদেশ

চুয়াডাঙ্গার দর্শনা আমতলাপাড়ায় এক অবসরপ্রাপ্ত শিক্ষিকার বাড়িতে চুরির ঘটনায় মূল হোতা ইসলামসহ চারজনকে আটক করেছে পুলিশ। অভিযানে চোরদের কাছ থেকে আংশিক স্বর্ণও উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, গত মঙ্গলবার (১৪ অক্টোবর) চুয়াডাঙ্গা জেলার দর্শনা এলাকার কেরুজ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষিকা মনজু রানী ঘোষ সকাল ৮টার দিকে স্কুলে গেলে চোরের দল তার বাসায় ঢুকে ক্লাসিবল গেট ও ঘরের গ্রিল কেটে চুরি করে।

দুপুর ১টার দিকে বাসায় ফিরে তিনি দেখেন, আলমারি ভেঙে ২১ ভরি স্বর্ণালঙ্কার এবং নগদ ২ লক্ষ টাকা চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। চুরি হওয়া স্বর্ণালঙ্কারের মধ্যে ছিল ৭ জোড়া স্বর্ণের চেইন, ১২টি স্বর্ণের আংটি, ৭ জোড়া রুলি, নাক ফুলসহ বিভিন্ন মূল্যবান জিনিস।

ঘটনার পর দর্শনা থানা পুলিশ তাৎক্ষণিক তদন্ত শুরু করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২১ অক্টোবর) দিনভর অভিযান চালিয়ে কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার বৃত্তিপাড়া গ্রাম থেকে চিহ্নিত চোর ও মামলার মূল অভিযুক্ত ইসলাম (৪৩), স্বর্ণ ব্যবসায়ী তপন বিশ্বাস (৩৭), অর্ণব কুমার (২৭)-কে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গার দর্শনা আমতলাপাড়ার লিয়াকত আলীর স্ত্রী চায়না বেগমকেও (৩০) গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, অভিযুক্তদের জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে চুরি করা স্বর্ণের একটি অংশ ৪২ হাজার টাকায় বিক্রি করেছে। ওই স্বর্ণ থেকে ভাঙা দুটি আংটির টুকরো উদ্ধার করেছে পুলিশ।

দর্শনা থানার ওসি মোহাম্মদ শহীদ তিতুমীর বলেন, ‘চুরির দিন আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করি। এরপর থেকেই চুরির রহস্য উদ্ঘাটনে আমরা নিরলসভাবে কাজ করেছি। অভিযানে ৪ জনকে গ্রেপ্তার করে কোর্ট হাজতে পাঠানো হয়েছে এবং তাদের রিমান্ডের আবেদন করা হয়েছে। রিমান্ডে নেওয়ার পর পুরো চুরির পরিকল্পনা ও মূল হোতা সম্পর্কে বিস্তারিত জানা সম্ভব হবে।’

এ ঘটনায় পুলিশ এ পর্যন্ত মোট ৫ জনকে গ্রেপ্তার করেছে। তবে মামলার স্বার্থে মূল হোতার নাম আপাতত গোপন রাখা হয়েছে, তবে তাকে শনাক্ত করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।