ঢাকা বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল এনজিও কর্মীর

যশোর প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৫, ০৯:১৮ পিএম
প্রতীকি ছবি

যশোরের বাঘারপাড়ায় মোটরসাইকেল থেকে সড়কে পড়ে জিন্নাত নার্গিস (৪৫) নামে এক এনজিও কর্মীর মৃত্যু হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) বিকেলে উপজেলার রোস্তমপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জিন্নাত নার্গিস কেশবপুর উপজেলার মঙ্গলকোর্ট গ্রামের আনিসুর রহমানের স্ত্রী। তিনি আস্থা বহুমুখী সমবায় সমিতিতে কর্মরত ছিলেন।

জানা গেছে, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে সহকর্মী রহিমা খাতুনের মোটরসাইকেলের পেছনে বসে মাথাভাঙা এলাকায় যাচ্ছিলেন এনজিও কর্মী জিন্নাত নার্গিস। পথিমধ্যে রোস্তমপুরে পৌঁছালে তিনি মোটরসাইকেল থেকে সড়কের ওপর পড়ে গিয়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাকিরুল ইসলাম জানান, হাসপাতালে পৌঁছানোর অনেক আগেই জিন্নাত নার্গিসের মৃত্যু হয়েছে। তার মাথায় আঘাতের চিহ্ন ছিল।