ঢাকা বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

মরদেহ উদ্ধার

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৫, ১২:১৬ এএম

বগুড়ার শাজাহানপুরে নিখোঁজের ৩ দিন পর নিজ শয়নঘর থেকে শাহাদত আলী (৫০) নামে এক সিএনজি অটোরিকশা চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে উপজেলার মাঝিড়া ইউনিয়নের ডোমনপুকুর সোনারপাড়া গ্রামের নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত শাহাদত ওই গ্রামের শাজাহান আলীর ছেলে। প্রতিবেশীরা জানান, শাহাদত আলী পেশায় একজন সিএনজিচালক। সর্বশেষ গত শনিবার তাকে বাড়িতে ঢুকতে দেখা গেছে। এরপর থেকে তিনি আর কারো সঙ্গে যোগাযোগ করেননি। মঙ্গলবার বিকেলে তার ঘর থেকে দুর্গন্ধ বের হতে শুরু করলে স্থানীয়রা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম পলাশ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শাহাদত আলীর মৃত্যু তিন দিন আগে হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।