টাঙ্গাইলের মধুপুর উপজেলার বেরিবাইদ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জাঙ্গালিয়া উত্তরপাড়া গ্রামের প্রধান সড়কে সম্পন্ন হয়েছে সংস্কার কাজ। গত সোমবার ও মঙ্গলবার দু’দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এ রাস্তার সংস্কার করা হয়েছে। দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা এ রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছিল। এতে স্থানীয়দের পাশাপাশি শিক্ষার্থী ও কৃষকরা পড়েছিলেন চরম ভোগান্তিতে। অবশেষে এলাকার তরুণ সমাজ নিজস্ব উদ্যোগে অর্থ ও শ্রম দিয়ে রাস্তাটির সংস্কার কাজ শুরু করে এবং সফলভাবে তা সম্পন্ন করেন।
স্থানীয়রা জানান, জলছত্র পঁচিশ মাইল বাজার থেকে জাঙ্গালিয়া উত্তরপাড়া পর্যন্ত প্রায় দুই কিলোমিটার দীর্ঘ এই রাস্তা সংস্কারের পুরো রাস্তাটি স্বেচ্ছা শ্রম দিয়ে স্থানীয় যুবক ও এলাকাবাসীরা। রাস্তার গর্ত ভরাট, রাস্তার দু’পাশে জঙ্গল পরিষ্কার, পানি নিষ্কাশনের ব্যবস্থাসহ নানা কাজ তারা নিজেরাই সম্পন্ন করেন।
যুবকদের সঙ্গে সংস্কার কাজে অংশ নিয়ে সার্বিক সহযোগিতা করেন বেরিবাইদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফারুক সরকার, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, যুবদল নেতা আমিনুল ইসলাম, লাখু হাসান, রুবেল মাহমুদ, হাসমত আলী, আশরাফ উদ্দিন, সাংবাদিক মো. লিটন সরকার, ফেরদৌস আলী, ছাত্রদল নেতা মনিরুল ইসলাম’সহ স্থানীয় এলাকাবাসী।
এ বিষয়ে ফারুক সরকার বলেন, ‘এটা কোনো রাজনৈতিক কাজ নয়। এটা আমাদের এলাকার প্রতি ভালোবাসা ও দায়বদ্ধতা থেকে করা। মানুষের চলাচলের সুবিধার জন্যই গ্রামের যুবকেরা সবাই মিলে এই উদ্যোগ নিয়েছি। গ্রামবাসীর আশা, এই উদ্যোগে অনুপ্রাণিত হয়ে অন্য এলাকাতেও তরুণরা স্বপ্রণোদিত হয়ে উন্নয়নমূলক কাজে এগিয়ে আসবেন।

