ঢাকা বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

বিএনপির লিফলেট বিতরণ, আলোচনা সভা অনুষ্ঠিত

বেলাব (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৫, ১২:২৫ এএম

নরসিংদীর বেলাবতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ, আলোচনা সভা ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

গত মঙ্গলবার বিকেলে উপজেলার চর-উজিলাব ইউনিয়ন-নারায়ণপুর ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে চর-উজিলাব ও নারায়ণপুর ইউনিয়নের বিভিন্ন হাট-বাজারে এই লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা লে. কর্নেল (অব:) জয়নুল আবেদীন।

বেলাব উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজি আবু তারেক আব্দুল্লাহ আল হোসাইন ভূঁইয়ার সভাপতিত্বে বারৈচাবাজার বণিক সমিতির সভাপতি মো. মশিউজ্জামান (মশি) পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন বেলাব উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাড. অলিউর রহমান কাওসার, সাবেক সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দীন ভূঁইয়া, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ মাসুদ রানা, নরসিংদী জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম, পাটুলী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. নয়ন ভূঁইয়া, উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম আঙ্গুর মাস্টার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. ওমর ফারুক ভূঁইয়া, আব্দুল কাদির জিলানী রাকিব, হাজি জাকির হোসেন, উপজেলা যুবদলের সদস্য খন্দকার আল রিয়াদ মামুন, মো. মোবারক হোসেন, মোহাম্মদ মাহালম আহমেদ, নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক সদস্য ও উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী আজিজুল হক রুবেল, সাধারণ সম্পাদক প্রার্থী আশিকুর রহমান পিয়াল, বারৈচা অনার্স কলেজ শাখার সভাপতি মো. সোহেল মিয়াসহ নারায়ণপুর ইউনিয়ন ও চর উজিলাব ইউনিয়ন সকল বিএনপি ও অঙ্গ সংগঠনে নেতৃত্ববৃন্দ।