ঢাকা বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

নিরাপদ সড়ক দিবস

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৫, ১২:১৭ এএম

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে খুলনার পাইকগাছায় র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা প্রশাসন ও নিরাপদ সড়ক চাই (নিসচা) পাইকগাছা উপজেলা শাখার আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়। নিসচার সভাপতি এইচ এম শফিউল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সমরেশ রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, প্রধান শিক্ষক আব্দুল ওহাব, থানার এসআই আতিক রহমান, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম ইমদাদুল হক প্রমুখ।