খাগড়াছড়ির রামগড়ে বাবা হত্যার মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি শুভ চন্দ্র নাথকে (১৯) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২২ অক্টোবর) গভীর রাতে রামগড় পৌরসভার গর্জনতলী এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত শুভ চন্দ্র নাথ রামগড় পৌরসভার গর্জনতলী এলাকার বাসিন্দা মৃত মাখন চন্দ্র নাথের ছেলে।
রামগড় থানার ওসি মোহাম্মদ মঈন উদ্দিনের নেতৃত্বে এসআই মো. আনসার উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন।
থানা সূত্রে জানা যায়, গত ১৩ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ১৪ জুলাই রাত আনুমানিক ১টার মধ্যে পারিবারিক কলহের জেরে শুভ চন্দ্র নাথ তার বাবা মাখন চন্দ্র নাথকে কোদালের কাঠের হাতল দিয়ে মাথায় আঘাত করে গুরুতর জখম করেন। এতে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই মাখন চন্দ্রের মৃত্যু হয়।
এ ঘটনার পর শুভ তার মাকে হত্যার হুমকি দিয়ে মৃত্যুর ঘটনাকে আত্মহত্যা বলে প্রচার করতে বাধ্য করেন এবং রশি দিয়ে মরদেহ বাঁশের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখে আত্মহত্যার মিথ্যা নাটক সাজান।
১৪ জুলাই তারিখে শুভর মা স্বামীর আত্মহত্যার কথা জানিয়ে রামগড় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করেন (মামলা নম্বর-৩)।
তবে পরে ময়নাতদন্ত রিপোর্টে খাগড়াছড়ি সদর হাসপাতালের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের মতামত দেন—মাখন চন্দ্র মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মারা গেছেন।
পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে সন্দেহ হলে নিহতের ভাই রাখলা চন্দ্র নাথ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে হত্যা মামলা রুজু হয়।
ওসি মোহাম্মদ মঈন উদ্দিন জানান, শুভ চন্দ্র নাথকে গ্রেপ্তারের পর আদালতে তোলা হলে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।