ঢাকা বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

নাটকের নতুন জুটি মাহা-তানভীর

বিনোদন ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৫, ০১:২৪ এএম

এ প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী নাঈমা আলম মাহা। বেশকিছু নাটকে সাবলীল অভিনয় করে এরই মধ্যে দর্শকের নজর কেড়েছেন তিনি। প্রতিনিয়তই নিজেকে ভাঙছেন এবং ভিন্ন ভিন্ন চরিত্রে দর্শকদের কাজ উপহার দিয়ে যাচ্ছেন। নিয়মিত একক ও ধারাবাহিক নাটকে অভিনয় করছেন তিনি।

অন্যদিকে, টেলিভিশন নাটক, ওটিটি ও সিনেমাÑ তিন মাধ্যমেই সমানতালে অভিনয় করছেন অভিনেতা আবু হুরায়রা তানভীর। প্রথমবারের মতো মাহা ও তানভীর জুটি বেঁধে অভিনয় করেছেন বাংলাদেশ টেলিভিশনের নতুন একটি ধারাবাহিক নাটকে। নাম ‘জল জোছনা’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন দর্শকপ্রিয় নির্মাতা সোহেল আরমান। দীর্ঘ ১৮ বছর পর বিটিভির কোনো ধারাবাহিকের নির্দেশনা দিয়েছেন তিনি। পাশাপাশি এতে অভিনয়ও করেছেন সোহেল আরমান। খুব শিগগিরই ধারাবাহিকটি বিটিভির পর্দায় প্রচারিত হবে বলে জানা গেছে।

এই জুটির প্রথম ধারাবাহিকটি প্রচারে আসার আগেই আরও নতুন একটি মেগা ধারাবাহিক নাটকে জুটি বেঁধে সম্প্রতি অভিনয় করেছেন। নাম ‘ব্ল্যাক অ্যান্ড হোয়াইট’। এশিয়ান টিভির জন্য ধারাবাহিকটি পরিচালনা করেছেন আবদুল্লাহ আল হারুণ।

এ প্রসঙ্গে মাহা দৈনিক রূপালী বাংলাদেশকে বলেন, ‘দুটি ধারাবাহিকে আমাকে ভিন্ন দুটি চরিত্রে দেখা যাবে। কাজ দুটির জন্য আমি অনেক পরিশ্রম করেছি। হয়তো অনেক ভুল ত্রুটি থাকবে তারপরও চেষ্টার কমতি ছিল না। জীবনের সুখ-দুঃখ আর ভালোবাসার টানাপোড়েনের গল্প নিয়েই জল জোছনা। আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নাটকে মডার্ন বড় লোকের আদরের মেয়ের চরিত্রে অভিনয় করেছি। দর্শক নাটক দুটি উপভোগ করবেন। আশা করছি, আমাদের জুটিও সবার ভালো লাগবে।’

যোগ করে মাহা আর বলেন, ‘আমি আর তানভীর সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে আমরা একসঙ্গে জুটি বেঁধে অভিনয় করব। এরই মধ্যে দুটি ধারাবাহিকের কাজ শেষ করেছি। আরও নতুন কিছু কাজ নিয়ে কথা চলছে। আমরা চেষ্টা করছি দর্শকদের ভালো কিছু দেওয়ার।’

তানভীর বলেন, ‘মাহার সঙ্গে প্রথম কাজ থেকেই আমাদের বোঝাপড়াটা চমৎকার। কাজ করতে গিয়ে কখনো নতুন কাজ করছি মনে হয়নি। মাহা ভীষণ সহযোগিতা পরায়ণও বটে। যেহেতু দর্শকের জন্যই অভিনয়জীবন বেছে নেওয়া, দিন শেষে তাই তাদের ভালো লাগা-মন্দ লাগার দিকে নজর দিয়েছি। আশা করি, আমাদের জুটি দর্শকদের ভালো লাগবে।’