ঢাকা বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

হুমায়ুন কবিরকে বিএনপির যুগ্ম মহাসচিব নির্বাচিত করায় বিশ্বনাথে আনন্দ মিছিল

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৫, ১১:২৯ পিএম
বিশ্বনাথে আনন্দ মিছিল বিএনপির নেতাকর্মীদের। ছবি- রূপালী বাংলাদেশ

বিএনপির আন্তর্জাতিকবিষয়ক যুগ্ম মহাসচিব হিসেবে হুমায়ুন কবিরকে নিয়োগ দেওয়ায় সিলেটের বিশ্বনাথে অনুষ্ঠিত হয়েছে আনন্দ মিছিল।

বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলটি পৌর শহরের রেজিস্ট্রি অফিসের সামনে থেকে শুরু হয়ে হুমায়ুন কবিরের স্থানীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

এতে নেতৃত্ব দেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি সুহেল আহমদ চৌধুরী।

মিছিলে আরও উপস্থিত ছিলেন: উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও লামাকাজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, অলংকারি ইউপির সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, দেওকলস ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান খাইরুল আমীন আজাদ, বিএনপি নেতা ইকবাল হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

এর আগে, বুধবার দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে হুমায়ুন কবিরকে দলটির আন্তর্জাতিক বিষয়ক যুগ্ম-মহাসচিব হিসেবে নিয়োগ দেওয়ার ঘোষণা দেওয়া হয়।

সংবাদটি ছড়িয়ে পড়ার পরপরই বিশ্বনাথ উপজেলার বিভিন্ন এলাকায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন বার্তা দেন এবং হুমায়ুন কবিরের বাসভবনে মিষ্টি বিতরণ করেন।