ঢাকা বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

কিশোরের আত্মহত্যা

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৫, ১২:১৮ এএম

চট্টগ্রামের আনোয়ারায় মানসিক প্রতিবন্ধী মো. রুকনুল ইসলাম ফাহিম (১৫) নামে এক কিশোরের আত্মহত্যার ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার গভীর রাতে উপজেলার রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া হাজিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফাহিম ওই এলাকার মো. ইসমাইলের ছেলে। স্থানীয় ইউপি সদস্য মো. আলমগীর জানান, ফাহিম রাতে খাবার খেয়ে নিজ কক্ষে গিয়ে দরজা বন্ধ করে দেন। পরে তার মা-বাবা ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে দেখেন, তিনি জানালার সঙ্গে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। তিনি আরও জানান, ফাহিমকে হাফেজ বানানোর উদ্দেশ্যে তার বাবা-মা বিভিন্ন মাদ্রাসায় ভর্তি করেছিলেন। ইতোমধ্যে সে প্রায় ১০-১৫ পারা কোরআন মুখস্থও করেছিল। তবে সম্প্রতি মানসিক সমস্যার প্রভাবে এমন ঘটনা ঘটতে পারে বলে এলাকার মানুষজন ধারণা করছেন। আনোয়ারা থানার ওসি মোহাম্মদ মনির হোসেন বলেন, ‘প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’