বাংলাদেশের অন্যতম শীর্ষ জীবন বিমা প্রতিষ্ঠান সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের রাজশাহী মেট্রো শাখাকে নতুন ও আধুনিক ঠিকানায় স্থানান্তর করা হয়েছে। গত বৃহস্পতিবার নতুন এই শাখার উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি গ্রাহকসেবা আরও সম্প্রসারিত ও শক্তিশালী করার এক নতুন অধ্যায়ের সূচনা করল।
শাখা ব্যবস্থাপক মো. ওবাইদুর রহমান মন্ডলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনালী লাইফের পরিচালক মোস্তফা কামরুস সোবহান ও শেখ মোহাম্মদ ড্যানিয়াল, ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন