ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ইংরেজি বিভাগ আয়োজিত বর্ণাঢ্য ‘ফুডি প্রেজেন্টস ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি লিট-কার্নিভাল ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী নানান অনুষ্ঠানের মাধ্যমে এই ‘লিট কার্নিভাল’ অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী, পরে যিনি ক্যাম্পাস প্রাঙ্গণে স্টলগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।