ঢাকা রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

খুলনায় ন্যাশনাল ব্যাংকের ‘ম্যানেজার্স মিট’ অনুষ্ঠিত

রূপালী ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৫, ০২:৩৮ এএম

গত বৃহস্পতিবার খুলনায় অনুষ্ঠিত হলো ন্যাশনাল ব্যাংকের ‘ম্যানেজার্স মিট’। এতে খুলনা অঞ্চলের ২৩টি শাখার ব্যবস্থাপকগণ অংশগ্রহণ করেন। এ সভার উদ্দেশ্য ছিল শাখাগুলোর সামগ্রিক পারফরম্যান্স পর্যালোচনা, অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ প্রবৃদ্ধির জন্য কৌশল নির্ধারণ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক (ইনচার্জ) মো. মেশকাত-উল-আনোয়ার খানসহ ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহীগণ, আঞ্চলিক ব্যবস্থাপক ও শাখা ব্যবস্থাপকগণ।