ত্রয়োদশ সংসদ নির্বাচনের পরিবেশ ও প্রস্তুতির বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করছে ইউরোপীয় ইউনিয়নের প্রাক-নির্বাচনি পর্যবেক্ষণ টিম। গতকাল সোমবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ ও ইসি সচিবালয়ের কর্মকর্তাদের সঙ্গে দুই ধাপে বৈঠক করে আট সদস্যের প্রতিনিধিদল। ‘ইলেকশন এক্সপ্লোরেটরি মিশন’ শীর্ষক দলটি গতকাল বিকেল ৩টায় ইসি কর্মকর্তাদের নিয়ে বৈঠকে বসে।
ইসি সচিবালয়ের যুগ্মসচিব (নির্বাচন ব্যবস্থাপনা-২) মঈন উদ্দীন খান বলেন, ‘নির্বাচনের আগে ভোটের পরিবেশ, ইসির প্রস্তুতি ও সামনে নির্বাচনে ইইউ পর্যবেক্ষণ টিম পাঠাবে কি নাÑ তা নিয়ে সার্বিক বিষয়ে ইসি সচিবালয়ের ভোট ব্যবস্থাপনা, পরিচালনা, আইন শাখা ও কারিগরি বিশেষজ্ঞসহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেছে সফররত এ প্রতিনিধি দল।’
কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে প্রতিনিধি দলটি নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহর সঙ্গে বৈঠকে বসবে। ইসির কর্মকর্তারা জানান, ইইউ প্রাক-নির্বাচনি পর্যবেক্ষণ দল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে সরকারি ও বেসরকারি বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা করার পাশাপাশি ইসির সঙ্গেও বৈঠক করছে। ইসির এ বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি, ভোটের আগে সারা দেশে রাজনৈতিক পরিবেশ এবং অবাধ-সুষ্ঠু নির্বাচনের জন্য নেওয়া পদক্ষেপ তুলে ধরা হবে। দেশের নির্বাচনি প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও অংশগ্রহণমূলক করতে ইসির আইনি সংস্কার, পোস্টাল ব্যালটে ভোট পদ্ধতি, নতুন দল নিবন্ধন, ভোটার তালিকার অগ্রগতি, প্রশিক্ষণ, সীমানা নির্ধারণ, ভোটকেন্দ্র স্থাপন, পর্যবেক্ষক সংস্থার নিবন্ধনসহ নির্বাচনি কর্মপরিকল্পনার অগ্রগতি তুলে ধরা হতে পারে।
উল্লেখ্য, রোজার আগে ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের জন্য সব ধরনের প্রস্তুতি চলছে ইসির। ডিসেম্বরের প্রথমার্ধে তপশিল ঘোষণার কথা রয়েছে।