ঢাকা মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

তিন ঘণ্টার বৃষ্টিতে  ঢাকায় জলাবদ্ধতা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৫, ১১:২৩ পিএম

সাতসকালেই টানা তিন ঘণ্টার বৃষ্টিতে রাজধানী ঢাকায় সৃষ্টি হয়েছিল জলাবদ্ধতা। বিভিন্ন এলাকায় তলিয়ে যায় রাস্তাঘাট। কোথাও কোথাও হয়ে যায় হাঁটু থেকে কোমরসমান পানি। এতে বিভিন্ন সড়কে দেখা দেয় তীব্র যানজট। চরম দুর্ভোগে পড়তে হয় ঘর থেকে বের হওয়া মানুষকে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গতকাল সোমবার ভোর ৬টা থেকে ৯টা পর্যন্ত ঢাকায় ৭১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আর ১২ ঘণ্টায় ১০৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে অধিদপ্তর। সঙ্গে ছিল প্রচ- বজ্রপাতও। এর মধ্যে পুরান ঢাকার নাজিরাবাজার এলাকায় জলাবদ্ধ সড়ক দিয়ে চলার সময় বিদ্যুতায়িত হয়ে আমিন (৩০) নামের এক সাইকেল আরোহী মারা গেছেন।

গতকাল সকালে সরেজমিনে রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা গেছে ভয়াবহ চিত্র। ধানমন্ডি, কলাবাগান, মোহাম্মদপুর, গ্রিন রোড, মতিঝিল, নিউমার্কেট, কারওয়ান বাজার, মণিপুরীপাড়া, নিউমার্কেট, আসাদগেট, জিগাতলা, মগবাজার, মিরপুর-১০ ও শেওড়াপাড়াসহ একাধিক গুরুত্বপূর্ণ সড়কে পানি জমে গেছে। এসব এলাকার কোথাও হাঁটুপানি, কোথাও কোমরসমান পানি জমে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বন্ধ হয়ে পড়ে অনেক সড়কে যান চলাচল। এ ছাড়া রাজধানীর রায়সাহেব বাজার মোড় থেকে শুরু করে গুলিস্তান, ফুলবাড়িয়া, কাকরাইল, শান্তিনগর, মালিবাগ ও মৌচাকসহ বেশির ভাগ এলাকার রাস্তায় হাঁটুপানি।

বৃষ্টির কারণে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন অফিসগামী ও কর্মজীবী মানুষ। শেওড়াপাড়া থেকে বের হয়ে অফিসগামী ফাহিম নামের এক তরুণ বলেন, গাড়ি নেই, রিকশা আসছে না। রাস্তায় এত পানি যে হেঁটেও যাওয়া সম্ভব নয়। আর রিকশা পেলেও ভাড়া নিচ্ছে দ্বিগুণ।

ধানমন্ডি থেকে অফিসে যাওয়ার পথে আসাদগেটে আটকে পড়েন নাসিমা হক। তিনি জানান, কোমরসমান পানি। বৃষ্টিতে বের হতে দেরি হয়েছে। এখন তো সময়মতো অফিসে পৌঁছানোই হবে না।

বৃষ্টি চলাকালীন রাজধানীর বিভিন্ন বাসস্ট্যান্ড ও অলিগলিতে দেখা গেছে বিপর্যস্ত পরিস্থিতি। অনেক এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। জনসাধারণকে হাঁটুপানি মাড়িয়ে চলতে হয়েছে।

বিদ্যুতায়িত হয়ে মারা যাওয়া আমিনকে হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী জিসান জানান, পুরান ঢাকায় অল্প বৃষ্টি হলেই নাজিরা বাজার এলাকায় বৃষ্টির পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। গতকাল সারারাত বৃষ্টিতে এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আমিন নামের ওই ব্যক্তি সাইকেল চালিয়ে যাওয়ার সময় জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুতায়িত হয়ে অচেতন হয়ে পড়েন। পরে আমরা একটি বাঁশ দিয়ে তাকে টেনে দূর থেকে কাছে এনে দ্রুত হাসপাতালে নিয়ে যাই। তবে হাসপাতালে আনার পর চিকিৎসক জানান, ওই যুবক বেঁচে নেই।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এ বৃষ্টি কয়েক দিন স্থায়ী হতে পারে। আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এটি তৈরি হতে পারে। এ ছাড়া আগামীকাল বুধবার নাগাদ আরও একটি লঘুচাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে, যা ঘনীভূত হতে পারে।

প্রসঙ্গত, কয়েক দিন ধরেই রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ছিল অস্বাভাবিক গরম। আকাশ ছিল মেঘলা, বাতাস ছিল ভারী। আবহাওয়া অফিস আগেই জানিয়েছিল ২২ সেপ্টেম্বর থেকে বৃষ্টিপাত বাড়তে পারে। তবে হঠাৎ সকালের বৃষ্টিতে রাজধানীর অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতা আবারও সামনে চলে এসেছে। অল্প সময়ের বৃষ্টিতে পুরো নগরী স্থবির হয়ে পড়ায় নগরবাসী যেমন চরম দুর্ভোগে পড়েছেন, তেমনি প্রশ্ন উঠেছে, কীভাবে একটি আধুনিক শহর এতটা অচল হয়ে পড়ে মাত্র এক-দেড় ঘণ্টার বৃষ্টিতে।