ঢাকা মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

সাদিক অ্যাগ্রোর ইমরান  এবার জুলাই আন্দোলন  মামলায় গ্রেপ্তার

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৫, ১১:২৫ পিএম

অর্থ পাচারের মামলার পর এবার জুলাই আন্দোলনে মোহাম্মদপুরে অটোরিকশাচালক রনি হত্যা মামলায় সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার এ আদেশ দেন ঢাকার মহানগর হাকিম আরিফুল ইসলাম। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই নাজমুল ইসলাম তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেছিলেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য সোমবার দিন ঠিক করেছিল।

এদিন শুনানিকালে ইমরানকে আদালতে হাজির করা হয়। পরে আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয় বলে জানিয়েছেন প্রসিকিউশন বিভাগের এসআই মিজানুর রহমান। মামলার বিবরণ অনুযায়ী, জুলাই আন্দোলনের সময় ১৯ জুলাই মোহাম্মদপুরের নূরজাহান রোডে প্রাথমিক বিদ্যালয়ের সামনে গুলিবিদ্ধ হন অটোরিকশাচালক রনি। পরে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় রনির মা মোহাম্মদপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

অর্থ পাচার মামলায় ৩ মার্চ সাদিক অ্যাগ্রোর মালিক ইমরান হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। এর পর থেকে তিনি কারাগারে রয়েছেন। গত বছর ঈদুল আজহার আগে কোটি টাকা দামের ‘বংশ মর্যাদাসম্পন্ন গরু’ ও ছাগলের দাম ১৫ লাখ টাকা চাওয়ার ঘটনায় শুরু হয় সমালোচনা। সেই ছাগল ১২ লাখ টাকায় কেনার চুক্তি করেন মুশফিকুর রহমান ইফাত নামে ১৯ বছর বয়সি এক তরুণ। ১৯ বছরের তরুণ মুশফিকুর রহমান ইফাতের ১২ লাখ টাকায় ছাগল কেনার চুক্তির পর তার বাবা এনবিআর সদস্য মতিউর রহমান ও তার পরিবারের বিপুল সম্পদের তথ্য আসে গণমাধ্যমে। এরপর সাদিক অ্যাগ্রোর নানা অনিয়মের বিষয়েও প্রতিবেদন প্রকাশ হয় সংবাদমাধ্যমে।