ঢাকা শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

টঙ্গীতে রাসায়নিক গুদামে আগুন দুই ফায়ার ফাইটারের পর মারা গেলেন দোকান কর্মচারী

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৫, ০২:১৪ এএম

গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে অগ্নিকা-ের ঘটনায় দুই ফায়ার ফাইটারের মর্মান্তিক মৃত্যুর পর না ফেরার দেশে পাড়ি জমালেন দগ্ধ দোকান কর্মচারী আল আমিন হোসেন বাবু (২২)।

গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, আল আমিনের শরীরের ৯৫ ভাগ পুড়ে গিয়েছিল। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।

আল আমিনের সহকর্মী মো. আনোয়ার হোসেন জানান, যে মার্কেটে সেদিন আগুন লেগেছিল, তার পাশের একটি হার্ডওয়্যার ও রঙের দোকানের কর্মচারী তারা। তাদের গোডাউন রয়েছে আগুন লাগার মার্কেটে। এ জন্য আগুনের খবর শুনে তারা সেখানে গিয়েছিলেন মালামাল উদ্ধার করতে। তখনই আগুনে দগ্ধ হন আল আমিন। 
স্বজনেরা জানান, আল আমিনের বাড়ি কুড়িগ্রামের রৌমারী উপজেলায়। তার বাবার নাম মৃত রতন হাওলাদার। টঙ্গী পূর্ব আরিচপুর এলাকায় থাকতেন আল আমিন।

উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর টঙ্গী সাহারা মার্কেটের পাশে একটি কেমিক্যাল গোডাউনে আগুন লাগে। খবর শুনে আগুন নেভাতে যায় টঙ্গী ফায়ার স্টেশনের সাতটি ইউনিট। অগ্নিনির্বাপণের সময় হঠাৎ বিকট বিস্ফোরণ হলে দগ্ধ হন চার ফায়ার ফাইটার ও স্থানীয় কয়েকজন দোকানদার। ওই দিনই তাদের বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এরপর একে একে মারা যান ফায়ার ফাইটার নুরুল হুদা ও শামীম হোসেন।