ঢাকা শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

বললেন পার্বত্য উপদেষ্টা

সম্প্রীতির জন্য নিজের ভেতরে মূল্যবোধ জাগ্রত করতে হবে

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৫, ০২:৩৫ এএম

পাহাড়ে বসবাসকারী সব সম্প্রদায়ের মানুষকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে চলার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা। তিনি বলেন, সম্প্রীতির জন্য নিজের ভেতরে মূল্যবোধ জাগ্রত করতে হবে। পাহাড়ে উন্নয়নের জন্যই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে। আমাদের মনে রাখতে হবে, আমরা মানুষ, আমরা বাংলাদেশি। 

গতকাল শুক্রবার বিকেলে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ‘সম্প্রীতি সভা’য় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খাগড়াছড়ির জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকারের সভাপতিত্বে এবং মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানার সঞ্চালনায় সম্প্রীতি সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পলাশপুর জোন (৪০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. শাহিনুল ইসলাম, মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল মো. ইব্রাহিম আধহাম ও খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল। 

অনুৎপাদনশীল খাতে সরকারি ব্যয় সংকোচের আহ্বান জানিয়ে আর্থসামাজিক উন্নয়নে আদা-হলুদ-কচু চাষে বিনিয়োগের আহ্বান জানান পার্বত্য উপদেষ্টা। তিনি বলেন, শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা না থাকলেও সবাই মিলেই এই উৎসবকে বর্ণিল করতে হবে।

সম্প্রীতি সভায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য শহীদুল ইসলাম সুমন, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, মাটিরাঙ্গা উপজেলা জামায়াতে ইসলামীর জেলা আমির আব্দুল জলিল, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা প্রতিনিধি নুর আলম, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি জসীম উদ্দিন জয়নাল ও সনাতন সমাজ কল্যাণ পরিষদের সভাপতি স্বপন কান্তি পাল, মাটিরাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা হারুনুর রশীদ প্রমুখ।