ঢাকা রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

হাসিনা-রেহানা-টিউলিপের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছেন ইস্টার্ন হাউজিং ও গৃহায়ণের ৪ কর্মকর্তা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২৫, ০১:১০ পিএম
শেখ হাসিনা, শেখ রেহানা ও টিউলিপ সিদ্দিক। ছবি- সংগৃহীত

প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও ভগ্নিপতি টিউলিপ সিদ্দিক এবং আজমিনা সিদ্দিক রূপন্তীসহ অন্য আসামিদের বিরুদ্ধে পৃথক তিনটি মামলায় চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।

রোববার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার পরে ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতে সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

সাক্ষ্য দেওয়ার জন্য আদালতে উপস্থিত হয়েছেন- ইস্টার্ন হাউজিং লিমিটেডের নির্বাহী মহাব্যবস্থাপক মোহাম্মদ ফরহাদুজ্জামান, অপারেটর শেখ শমশের আলী, অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ সদস্য হিমেল চন্দ্র দাস এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা আক্তার জাহান।

আদালতে সাক্ষীরা জানান, ব্রিটিশ সংসদ সদস্য টিউলিপ সিদ্দিকের প্রভাবে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়মবহির্ভূতভাবে পূর্বাচলে ৩০ কাঠা প্লট বরাদ্দের আদেশ দেন।

এরপর দুর্নীতি দমন কমিশন (দুদক) ২৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে।