ঢাকা রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

লিটন দাসদের যে পরামর্শ দিলেন মাশরাফি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২৫, ০৩:৩৩ পিএম
মাশরাফি বিন মর্তুজা ও বাংলাদেশ ক্রিকেট দল। ছবি- সংগৃহীত

এশিয়া কাপের সুপার ফোরে জয় দিয়ে দারুণ শুরু করেছে বাংলাদেশ। এই জয়ের পর টাইগারদের সামনে এখন ফাইনাল খেলার সুবর্ণ সুযোগ। বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা মনে করেন, সঠিক পথে থাকলে ফাইনালে খেলাটা খুবই সম্ভব।

মাশরাফি টাইগারদের বোলিং কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে চারজন মূল বোলার নিয়ে খেলার সিদ্ধান্ত ভালো ছিল না।

পঞ্চম বোলারের কোটা পূরণ করতে আসা শামীম হোসেন পাটোয়ারী ও সাইফ হোসেন ৪ ওভারে ৫৫ রান দিয়েছিলেন।

তবে সুপার ফোরের শুরুতে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ পাঁচ বোলার নিয়ে মাঠে নামে। যদিও নাসুম আর শেখ মাহেদী শেষের দিকে প্রচুর রান দিয়েছেন, মাশরাফি মনে করেন পাঁচ বোলার নিয়েই খেলা উচিত।

তিনি বলেন, ‘আমাদের পাঁচ বোলার অবশ্যই খেলাতে হবে, যেটা আজ শ্রীলঙ্কা মিস করেছে।’

বাংলাদেশের আরেক সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনও মাশরাফির সঙ্গে একমত। তিনি বলেন, ‘টি-টোয়েন্টিতে পাঁচ বোলার অপরিহার্য।

আমরা প্রায়ই চার বা সাড়ে চারজন বোলার নিয়ে খেলি, ঝুঁকিটা তখন থেকেই থাকে। ম্যানেজমেন্টই ভালো জানে কীভাবে সিদ্ধান্ত নেবে।’

মাশরাফি পুরো দলের পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, ‘হৃদয়, সাইফ, মোস্তাফিজ, মেহেদী তোমাদের ধন্যবাদ। লিটনের জুটি, জাকেরের দুইটা চার খুবই গুরুত্বপূর্ণ ছিল।’

অভিনন্দন গোটা দলকে। তাঁর মতে, এই জয়ের পর বাংলাদেশের জন্য ফাইনালে যাওয়াটা ‘অবশ্যই সম্ভব’।