ঢাকা মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

মুশফিকের রেকর্ড ভাঙলেন লিটন দাস

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৫, ০৯:১৬ পিএম
লিটন দাস ও মুশফিকুর রহিম। ছবি- সংগৃহীত

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের উইকেটকিপার ব্যাটসম্যান লিটন কুমার দাস নতুন ইতিহাস গড়েছেন। টেস্ট ক্রিকেটে দেশের সর্বোচ্চ স্টাম্পিং রেকর্ডে মুশফিকুর রহিমকে পেছনে ফেলেছেন লিটন।

গত জুনে শ্রীলংকার বিপক্ষে গলে প্রথম টেস্টে লাহিরু উদারাকে স্টাম্পড করে লিটন মুশফিকের রেকর্ড স্পর্শ করেছিলেন। মঙ্গলবার সিলেটে অনুষ্ঠিত ম্যাচে হাসান মুরাদের বলে লোরকান টাকারকে স্টাম্পড করে তিনি মুশফিককে ছাড়িয়ে যান।

পরের ১৭তম ওভারে মেহেদী হাসান মিরাজের বলে অ্যান্ডি ম্যাকব্রাইনকেও স্টাম্পিং করেন লিটন।

তিন সংস্করণ মিলিয়ে বাংলাদেশের স্টাম্পিংয়ের রেকর্ডটা মুশফিকের। ১০১টি স্টাম্পিং করেছেন মুশফিক। স্টাম্পিংয়ের রেকর্ডে বিশ্বে মুশফিকের অবস্থান চারে। তার ওপরে আছেন ভারতের মহেন্দ্র সিং ধোনি (১৯৫) ও দুই শ্রীলংকান তারকা কুমার সাঙ্গাকারা (১৩৯) ও রমেশ কালুভিতারানাই (১০১)।

বাংলাদেশের কিপারদের মধ্যে সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট ৪৪টি স্টাম্পিং করে দ্বিতীয় স্থানে আছেন।