ঢাকা মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

মেসি ক্যাম্প ন্যুতে আসবেন জানত না কেউই

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৫, ০৬:৫২ পিএম
লিওনেল মেসি। ছবি- সংগৃহীত

ফুটবল মহলে চমক সৃষ্টি করলেন লিওনেল মেসি। কাইকে না জানিয়ে হঠাৎ বার্সেলোনার প্রাচীন ক্যাম্প ন্যু স্টেডিয়ামে হঠাৎ হাজির হয়ে সবাইকে বিস্মিত করেছেন।

আটবারের ব্যালন ডি’অর বিজয়ী মেসি এই আগমনের আগে বা পরে ক্লাবকে কিছুই জানাননি বলে এক প্রতিবেদনে নিশ্চিত করছে মার্কা।

মার্কার প্রতিবেদনে বলা হয়েছে, মেসি রাত প্রায় ১২টার দিকে ক্যাম্প ন্যুতে পৌঁছান এবং এটি সম্পূর্ণ আকস্মিক সিদ্ধান্ত ছিল।

মেসি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, গত রাতে আমি এমন একটি স্থানে ফিরে গিয়েছি যা আমার আত্মার সঙ্গে মিশে আছে। একটি জায়গা যেখানে আমি অসীমভাবে সুখী ছিলাম, যেখানে আপনাদের ভালোবাসা আমাকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ বানিয়েছে।

আশা করি একদিন আমি ফিরতে পারব, শুধু একজন খেলোয়াড় হিসেবে বিদায় জানাতে নয়, কারণ আমি সেটা কখনো করতে পারিনি।

বার্সেলোনা ক্লাবের নিরাপত্তা সূত্র জানিয়েছে, মেসি ও তার আর্জেন্টাইন সতীর্থ রদ্রিগো দি পল হঠাৎ স্টেডিয়ামে হাজির হন এবং অনুরোধ করেন প্রবেশের জন্য, যা স্বাভাবিকভাবে অনুমোদন করা হয়।

মেসি ক্যাম্প ন্যুতে অবস্থানকালে স্থানীয়দের সঙ্গে ছবি তুলেছেন এবং এলাকা ঘুরে বেড়িয়েছেন। এদিকে মেসি ইতিমধ্যেই ইন্টার মিয়ামির সঙ্গে নতুন চুক্তি স্বাক্ষর করেছেন।

কিছু সূত্রের মতে, বার্সেলোনার ‘জোয়ান গ্যাম্পার ট্রফি’ প্রীতি ম্যাচে মেসি ইন্টার মিয়ামির হয়ে ফের স্টেডিয়ামে দেখা দিতে পারেন।