আফগানিস্তানের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক রশিদ খান নিশ্চিত করেছেন, নেদারল্যান্ডসে তার দাতব্য প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে তার পাশে থাকা নারী তার স্ত্রী।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ছবিগুলোতে দেখা গেছে রশিদ খান ‘খান চ্যারিটি ফাউন্ডেশন’ উদ্বোধন অনুষ্ঠানে এক মহিলার সঙ্গে দাঁড়িয়ে আছেন, যিনি প্রচলিত আফগান পোশাক পরেছেন কিন্তু হিজাব ব্যবহার করেননি। ছবিটি দ্রুত ভাইরাল হয়ে জনসাধারণের মধ্যে কৌতূহল সৃষ্টি করে।
সূত্রের খবর অনুয়ায়ী জানা গেছে, তার নতুন স্ত্রী আফগান বংশোদ্ভূত হলেও বর্তমানে বিদেশে বসবাস করেন।
এই সমস্ত জল্পনার মধ্যে রশিদ খান ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে বিষয়টি স্পষ্ট করেন। তিনি জানান, তিনি ২ আগস্ট ২০২৫ তারিখে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন এবং ছবিতে থাকা নারী তার বৈধ স্ত্রী।
তিনি লিখেছেন, সত্য সহজ—তিনি আমার স্ত্রী, আমরা একসঙ্গে আছি এবং আমাদের লুকোনোর কিছু নেই। রশিদ খানের এই পোস্ট দ্রুত ভাইরাল হয়ে শুভেচ্ছা বার্তা ও অনলাইন আলোচনার সৃষ্টি করেছে।
রশিদ খানের দাতব্য প্রতিষ্ঠান শিক্ষাক্ষেত্র, স্বাস্থ্যসেবা, পরিচ্ছন্ন পানি সরবরাহ এবং দুর্বল পরিবারের মানবিক সহায়তায় কাজ করে।


