আগামী ১৯ ডিসেম্বর মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর। তার আগে প্লেয়ার ড্রাফট নয়, এবার নিলামের মাধ্যমে দল গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
নির্ধারিত সূচি অনুযায়ী চলতি মাসের ১৭ নভেম্বর নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে ২১ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।
বিসিবির এক পরিচালক গণমাধ্যমকে জানিয়েছেন, টুর্নামেন্টের স্বচ্ছতা ও মান বজায় রাখতে নিলাম পরিচালনার জন্য বিদেশি দক্ষ কর্মকর্তাদের আনার চেষ্টা চলছে।
তিনি বলেন, ‘আমরা চাই পেশাদারিত্ব বজায় থাকুক। বিদেশ থেকে একদল বিশেষজ্ঞ আনতে চেষ্টা করছি। যদি কোনো কারণে তাদের পাওয়া না যায়, সে ক্ষেত্রে সিলেট বিভাগের কয়েকজন অভিজ্ঞ কর্মকর্তাকে বিবেচনায় রাখা হচ্ছে।’
২১ নভেম্বর বাংলাদেশ জাতীয় দলের টেস্ট ম্যাচ চলায় নিলাম শুরুর সময় নির্ধারণ করা হয়েছে দুপুর তিনটা।
এর আগে গত বুধবার রাজধানীর গুলশানের নাভানা টাওয়ারে বিপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকে ফ্র্যাঞ্চাইজি মালিকানা চূড়ান্ত করে বিসিবি।


