আবারও টেস্ট নেতৃত্বে ফিরলেন নাজমুল হোসেন শান্ত। তিন ফরম্যাটে আলাদা অধিনায়ক থাকার কারণে গত জুনে দায়িত্ব থেকে সরে দাঁড়ালেও আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ শুরুর ঠিক আগ মুহূর্তে তাকে ফের নেতৃত্বে দেখল বাংলাদেশ ক্রিকেট।
আগামীকাল মঙ্গলবার (১১ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।
সোমবার সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে নিজের প্রত্যাবর্তন ব্যাখ্যা করেন শান্ত। তিনি জানান, তিন ফরম্যাটে আলাদা নেতৃত্বের জটিলতা দূর হয়েই ফিরেছেন তিনি।
তিনি বলেন, ‘তিন ফরম্যাটে আলাদা অধিনায়ক থাকায় আগেই সরে গিয়েছিলাম। কিন্তু এখন বোর্ডের সাথে আলোচনা হয়েছে। বিষয়গুলো পরিষ্কার হয়েছে। আমি আত্মবিশ্বাসী, কোনো জটিলতা হবে না।’
শান্ত আরও জানান, টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস এবং ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের সঙ্গেও তার আলোচনায় খুবই ইতিবাচক সাড়া মিলেছে।
এদিকে, এ সিরিজটি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসেও বিশেষ গুরুত্ব বহন করছে। দ্বিতীয় টেস্টে মাঠে নামলেই দেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্টের মাইলফলক স্পর্শ করবেন মুশফিকুর রহিম। এই অর্জন জয় দিয়ে উদযাপন করতে চান শান্ত।
তিনি বলেন, ‘মুশফিক ভাইকে নিয়ে আলাদা ভালো লাগা কাজ করছে। তার অভিজ্ঞতা ড্রেসিং রুমে অনেক কাজে দেয়। আমরা চাই, দুইটা টেস্টই যেন জয়ের মাধ্যমে উদযাপন করা যায়।’



