ঢাকা সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

সিলেট টাইটান্সে আমির–মেন্ডিস, নেতৃত্বে মিরাজ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৫, ০৬:১১ পিএম
ছবি: সংগৃহীত

বিপিএলের দল গঠন নিয়ে ব্যস্ত সময় পার করছেন ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকরা। এরই মধ্যে ঘোষণা করা হয়েছে এবারের আসরে অংশ নেওয়া পাঁচটি দলের নাম। নতুন পরিচয়ে মাঠে নামবে সিলেট টাইটান্স। ইতোমধ্যে দলটি একাধিক ক্রিকেটার ও কোচিং স্টাফ চূড়ান্ত করেছে।

সিলেট টাইটান্সের হয়ে এবার খেলতে দেখা যাবে পাকিস্তানের সাবেক তারকা পেসার মোহাম্মদ আমিরকে। দলে যুক্ত হয়েছেন শ্রীলংকার টপ অর্ডার ব্যাটার কুশল মেন্ডিসও।

বিদেশি তারকাদের পাশাপাশি দেশি ক্রিকেটারদের মধ্য থেকে মেহেদী হাসান মিরাজ এবং নাসুম আহমেদকে দলে ভেড়ানো হয়েছে আগেই। অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে অলরাউন্ডার মিরাজকে।

কোচিং প্যানেলেও এসেছে নতুনত্ব। প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন ঘরোয়া ক্রিকেটে পরিচিত মুখ সোহেল ইসলাম। পেস বোলিং কোচের দায়িত্ব পালন করবেন সাবেক জাতীয় দলের পেসার সৈয়দ রাসেল। ফিল্ডিং কোচ হিসেবে যুক্ত হয়েছেন কিমস্লে রব।

এর আগে গত বুধবার গুলশানের নাভানা টাওয়ারে অনুষ্ঠিত বিপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকে ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকানা চূড়ান্ত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরপর থেকেই দলগুলো জোরেশোরে ঝাঁপিয়ে পড়েছে স্কোয়াড গঠনের কাজে।