ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ইতিহাসের অন্যতম চমকপ্রদ ট্রেড চূড়ান্ত হওয়ার পথে। রাজস্থান রয়্যালস তাদের দীর্ঘদিনের উইকেটকিপার-ব্যাটার ও সাবেক অধিনায়ক সঞ্জু স্যামসনকে ট্রেড করতে চলেছে চেন্নাই সুপার কিংসের কাছে।
বিনিময়ে রাজস্থান রয়্যালস দলে আসছেন দুই তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও স্যাম কারান। বিষয়টি দুই ফ্র্যাঞ্চাইজির বিশেষ সূত্রে জানা যায়। যদিও আনুষ্ঠানিকভাবে কেউই এখনও নিশ্চিত করেনি।
আইপিএল বিধি অনুযায়ী, সংশ্লিষ্ট তিন খেলোয়াড়ের লিখিত সম্মতি পাওয়ার পর ফ্র্যাঞ্চাইজিগুলো আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত নথি পাঠাবে গভর্নিং কাউন্সিলের কাছে। এরপরই হবে ফাইনাল রেটিফিকেশন। ইতোমধ্যে উভয় ফ্র্যাঞ্চাইজি খেলোয়াড়দের সঙ্গে কথা বলেছে বলে জানা গেছে।
দীর্ঘদিনের সম্পর্কের সমাপ্তি
সঞ্জু স্যামসন রাজস্থানের হয়ে খেলেছেন মোট ১১ মৌসুম। ২০২১ থেকে নেতৃত্বে এসে ২০২২ সালে দলকে দীর্ঘ ১৪ বছর পর পৌঁছে দিয়েছিলেন ফাইনালে। তবে ২০২৫ সালের মাঝপথে সাইড ইনজুরিতে ছিটকে যাওয়ার পর পরপর ম্যাচ হারতে থাকে রাজস্থান।
মৌসুমের শেষে স্যামসন ফ্র্যাঞ্চাইজিকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেন—তিনি নতুন চ্যালেঞ্জ চান এবং তাকে রিলিজ করা হোক। এরপরই কয়েকটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে ট্রেড আলোচনা শুরু করে রাজস্থান।
চেন্নাই থেকে এবার রাজস্থানে জাদেজা
২০১২ সাল থেকে চেন্নাইয়ের জার্সিতে ধারাবাহিকভাবে খেলছেন রবীন্দ্র জাদেজা। এমএস ধোনির সঙ্গে ছিলেন দলের স্থায়ী সদস্য। ২০২৩ সালের ফাইনালে শেষ ওভারের নাটকীয় ব্যাটিংয়ের সুবাদে শিরোপা জয়ের নায়কও ছিলেন তিনি।
দলের হয়ে সর্বোচ্চ ১৪৩ উইকেট রয়েছে তার দখলে, পাশাপাশি রান, ফিল্ডিং ও ম্যাচ জেতানো পারফরম্যান্সে অবদান অসামান্য।
স্যাম কারানও যাচ্ছেন নতুন শিবিরে
ইংলিশ অলরাউন্ডার স্যাম কারান ২০২৫ মৌসুমে ছিলেন চেন্নাইয়ের স্কোয়াডে, তবে খুব একটা ছাপ ফেলতে পারেননি। পাঁচ ম্যাচে ১১৪ রান এবং মাত্র একটি উইকেট। তবে টি-টোয়েন্টি ক্রিকেটে তার ব্যাট-বল দু’দিকের সক্ষমতা রাজস্থানের কৌশলে বাড়তি সুবিধা দেবে বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, আইপিএল গভর্নিং কাউন্সিলের আনুষ্ঠানিক সিলমোহর পাওয়ার পরই চূড়ান্ত ঘোষণা আসবে বলে ধারণা করা হচ্ছে।



