ঢাকা সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

বৃষ্টিতে পরিত্যক্ত ওয়েস্ট ইন্ডিজ–নিউজিল্যান্ড ম্যাচ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৫, ০৪:৩০ পিএম
ছবি: সংগৃহীত

নেলসনের স্যাক্সটন ওভালে ওয়েস্ট ইন্ডিজ–নিউজিল্যান্ড পাঁচ ম্যাচ টি–টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। বৃষ্টির কারণে মাত্র ৩৯ বল (৬.৩ ওভার) খেলেই থামতে হয়েছে দুই দলকে। ফলে সিরিজের ভাগ্য গড়াবে আগামী ১৩ নভেম্বর ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে শেষ ম্যাচে।

টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে ভালো শুরুই করেছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু ম্যাচের শুরুতেই আকাশে কালো মেঘের দেখা মিললে শঙ্কা তৈরি হয়। পাঁচ ওভার খেলা শেষ হতেই নামে বৃষ্টি, বাধ্য হয়ে থামাতে হয় খেলা।

কিছুক্ষণ পর আবারো খেলা শুরু হলেও মাত্র ৯ বলের মধ্যে ফের নেমে আসে ভারী বর্ষণ। এরপর আর মাঠের অবস্থা খেলোয়াড়দের উপযোগী না হওয়ায় ম্যাচটি বাতিল করে দেন আম্পায়াররা।

পরিত্যক্ত হওয়ার আগে ৬.৩ ওভারে ১ উইকেটে ৩৮ রান তোলে ক্যারিবিয়ানরা। ওপেনার অলিক আথানাজে ১৮ বলে ২১ রান করে জিমি নিশামের বলে ক্যাচ তুলে ফেরেন।

অপর প্রান্তে আমির জাঙ্গু ১৮ বলে ১২ রানে অপরাজিত ছিলেন। ক্রিজে এসে ক্যারিবিয়ান অধিনায়ক শেই হোপ করেন ৩ বলে ৩ রান।

এই মাঠেই আগের ম্যাচে ৯ রানের রোমাঞ্চকর জয়ে সিরিজে ২–১ ব্যবধানে এগিয়ে ছিল ব্ল্যাকক্যাপসরা। প্রথম ম্যাচে ৭ রানে জিতে শুরুটা ভালো করলেও পরের দুই ম্যাচে অল্প ব্যবধানে হেরে পিছিয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজ।