ঢাকা সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

মাদ্রাসাছাত্রী অপহরণের পর উদ্ধার, আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৫, ০৫:৩৬ পিএম
গ্রেপ্তার প্রধান আসামি আকাশ মিয়া। ছবি- রূপালী বাংলাদেশ

ময়মনসিংহের তারাকান্দায় মাদ্রাসায় যাওয়ার পথে অপহরণ হওয়া কিশোরীকে উদ্ধার করেছে র‌্যাব-১৪। একই সঙ্গে প্রধান আসামি আকাশ মিয়াকে (২০) গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) বিকেলে ময়মনসিংহ র‌্যাব-১৪ কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে রোববার (৯ নভেম্বর) সন্ধ্যায় র‌্যাব-১-এর গাজীপুর সিপিএসসি টিমের সহায়তায় শ্রীপুরের টেপিরবাড়ি এলাকা থেকে কিশোরীকে উদ্ধার ও আকাশকে গ্রেপ্তার করা হয়।

উদ্ধারকৃত মাদ্রাসাছাত্রী ও গ্রেপ্তারকৃত আকাশ দুজনেই জেলার তারাকান্দা উপজেলার বাসিন্দা।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভিকটিম কিশোরী তারাকান্দা উপজেলার একটি মাদ্রাসায় পড়াশোনা করত। আকাশ নিয়মিত ওই কিশোরীকে মাদ্রাসায় যাওয়া-আসার পথে উত্যক্ত ও প্রেম নিবেদন করতেন। বিষয়টি পরিবারের কাছে জানালে কিশোরীর বাবা আকাশকে সতর্ক করেন। এতে ক্ষিপ্ত হয়ে গত ২৯ জুন সকালে কিশোরী মাদ্রাসায় যাওয়ার সময় আকাশ ও তার সহযোগীরা জোরপূর্বক তাকে একটি সিএনজিতে তুলে ফুলপুরের দিকে নিয়ে যান।

ঘটনার পর কিশোরীর বাবা বাদী হয়ে তারাকান্দা থানায় মামলা দায়ের করেন। মামলার পর র‌্যাব প্রযুক্তিগত সহায়তায় তাদের অবস্থান নিশ্চিত করে রোববার সন্ধ্যায় গাজীপুর জেলার শ্রীপুর টেপিরবাড়ি এলাকা থেকে কিশোরীকে উদ্ধার ও আকাশকে গ্রেপ্তার করে।

ময়মনসিংহ র‌্যাব-১৪-এর অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুজ্জামান বলেন, ‘উদ্ধারকৃত কিশোরীকে নিরাপদ হেফাজতে নেওয়া হয়েছে এবং গ্রেপ্তারকৃত আকাশের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে মামলার তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।’