ঢাকা সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

কটিয়াদীতে হোটেলের বাথরুমে মিলল বাসচালকের মরদেহ

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৫, ০৬:৪৮ পিএম
শহিদুল্লাহ।

কিশোরগঞ্জের কটিয়াদীতে একটি খাবার হোটেলের বাথরুম থেকে শহিদুল্লাহ (৫০) নামে এক বাসচালকের লাশ উদ্ধার করেছে কটিয়াদী মডেল থানা পুলিশ।

সোমবার (১০ নভেম্বর) সকালে উপজেলার কটিয়াদী বাসস্ট্যান্ড সংলগ্ন ধানসিঁড়ি রেস্তোরাঁর বাথরুম থেকে লাশটি উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শহিদুল্লাহ হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

নিহত শহিদুল্লাহ গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার বেগুনহাটি গ্রামের করম আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ঢাকা–কটিয়াদী রুটে চলাচলকারী জলসিঁড়ি পরিবহনের চালক হিসেবে কর্মরত ছিলেন। তার এক স্ত্রী, দুই ছেলে ও এক কন্যা রয়েছে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, শহিদুল্লাহ দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। রোববার রাতে তিনি ঢাকা থেকে জলসিঁড়ি বাস চালিয়ে কটিয়াদীতে পৌঁছান। প্রতিদিনের মতো খাওয়া-দাওয়া শেষে বাসেই ঘুমিয়ে ছিলেন। রাত ৩টা থেকে ৪টার দিকে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তিনি হেলপারকে নিয়ে স্থানীয় এক ডাক্তারের কাছে গিয়ে ওষুধ নেন।

ভোরে তিনি ধানসিঁড়ি রেস্তোরাঁয় বাথরুমে যান। তবে অনেকক্ষণ পার হয়ে গেলেও তিনি বের না হওয়ায় কর্মচারীরা সন্দেহ করে উপরে ফাঁক দিয়ে উঁকি দিলে দেখতে পান তিনি মেঝেতে পড়ে আছেন। পরে হোটেল কর্তৃপক্ষ পুলিশকে খবর দিলে কটিয়াদী মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

কটিয়াদী মডেল থানার ওসি মো. তারিকুল ইসলাম বলেন, ‘নিহত শহিদুল্লাহ জলসিঁড়ি পরিবহনের চালক ছিলেন। তিনি হৃদরোগে ভুগছিলেন এবং নিয়মিত ওষুধ খেতেন। বুকে ব্যথা অনুভব করার পর সকালে বাথরুমে গিয়ে মারা যান বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘মরদেহ উদ্ধার করে কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।’