রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি সামুরাই উদ্ধার করা হয়।
সোমবার (১০ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এর আগে রোববার (৯ নভেম্বর) তাদের গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন: রুমানা কবির (৩৯), এস এ কবীর ( ৪৭), মো. আজিজ (৪০), মো, শরস মিয়া (২১), মো. আশিক (২২), মো. শাওন মোল্লা ( ২০), মো. মহিন আহমেদ (২২), মো. আশিক হোসাইন (২৪), মো. জুয়েল মিয়া (২৫), মো. জাহিদ (১৮), মো. মোস্তাক (১৮), মোহাম্মদ বাকি বিল্লাহ (২০), মো. জুবায়েদ ইবনে হোসাইন (২০), রফিজুল (৩৫), আসিফ (২৩), মো. কাছফিম (২২), আশিকুর রহমান (২৩), মো. রিপন (৪০), মো. কাউসার (২৯) ও মো. নোমান ওরফে বিজয় (২৪)।
থানা পুলিশ সূত্রে জানা যায়, রোববার (৯ নভেম্বর) মোহাম্মদপুর থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত ২০ জনকে গ্রেপ্তার করে এবং আদালতে প্রেরণ করে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।


