ঢাকা সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

জমির বিরোধে মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল যীশুর

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৫, ০৯:২৩ পিএম
প্রতীকী ছবি

রাজশাহীর চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের পাটখালী গ্রামে পারিবারিক জমি ভাগ-বাঁটোয়ারা নিয়ে মামাতো ও ফুফাতো ভাইদের মধ্যে সংঘর্ষে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম মো. আরাফাত রহমান যীশু (২৮), পিতা মো. ইলিয়াস আহমেদ।

সোমবার (১০ নভেম্বর ২০২৫) বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সোমবার বিরোধপূর্ণ জমিতে কথাকাটাকাটির একপর্যায়ে ফুফাতো ভাই মো. বাবর আলী (৩৮) ছুরিকাঘাত করলে যীশু গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মারা যান। নিহতের মরদেহ নিজ গ্রামের বাড়িতে রাখা হয়েছে।  

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান  বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় চারঘাট থানা পুলিশ অভিযুক্ত বাবর আলীকে তাৎক্ষণিক গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।