ময়মনসিংহের নান্দাইলে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি কিছুক্ষণের মধ্যে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিজস্ব ফেসবুক আইডিতে ছড়িয়ে যায়।
সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মুশুলি ইউনিয়নের তারেরঘাট বাজারে মিছিল হয়।
সূত্র জানায়, বিভিন্ন এলাকার কয়েক শ নেতাকর্মী ও সমর্থক হঠাৎ করে মিছিল নিয়ে উপজেলার মুশুলি ইউনিয়নের তারেরঘাট বাজারে চলে আসে। তারা ওই বাজারের সামনে দিয়ে যাওয়া ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে মিছিল করে নৌকা নৌকা ছাড়াও ইউনূস সরকারকে অবৈধ ঘোষণা করে ‘অবৈধ বিচার মানি না, মানব না’ বলে স্লোগান দিতে থাকে। পরে মিছিলের ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়।
ওই ভিডিওতে এক নেতাকে বক্তব্য রাখতে দেখা গেছে। ভিডিওতে দেখা যায়, মিছিলে যোগ দেওয়া বিপুলসংখ্যাক নেতাকর্মীকে বাজারে দাঁড়িয়ে সেই বক্তব্য শুনতে দেখা যায়। নেতার বক্তব্যের সময় মিছিলকারীদের নানা স্লোগান দিতে দেখা যায়। আওয়ামী লীগের ঝটিকা মিছিলের খবর পেয়ে নান্দাইল মডেল থানা থেকে ঘটনাস্থলে পুলিশ গিয়েছে।
বিএনপির রাজনীতির সাথে যুক্ত আছেন এমন একজন কর্মী জানান, নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচির খবর তিনি থানায় জানিয়েছিলেন। কিন্তু সময়মতো পুলিশ ঘটনাস্থলে আসেনি।
নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জালাল উদ্দিন মাহমুদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেলে তারা দৌড়ে পালিয়ে যায়। এখন পুলিশ তৎপর রয়েছে।

