জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে ‘ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং ডে ২০২৫’। দিবসটি উপলক্ষে বিজনেস স্টাডিজ অনুষদের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি বের হয়, যা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে।
সোমবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় র্যালিটি শুরু হয়ে জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে এসে শেষ হয়। র্যালি শেষে সেখানে এক আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ এবং বিজনেস স্টাডিজ অনুষদের ভারপ্রাপ্ত ডিন আবু সাঈফ মো. মুনতাকিমুল বারী চৌধুরী।
সেমিনারে আলোচক হিসেবে অংশ নেন এসিসিএ বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার প্রমা তাপসী খান, ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের এক্সিকিউটিভ ডিরেক্টর মো. তারেক কামাল, হোসাফ গ্রুপের চিফ অপারেটিং অফিসার ও আইসিএমএবি’র কাউন্সিল সদস্য এস এম জহির উদ্দিন হায়দার, হুদা ভাসী চৌধুরী অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসের পার্টনার এসকে মোহাম্মদ তারিকুল ইসলাম, ব্র্যাকের হেড অব ইন্টারনাল অডিট প্রশান্ত সাহা এবং সিমেন্স হেলথকেয়ারের ডিজিএম শোভন কৃষ্ণ সাহা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (AIS) বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক তানজিলা হোসাইন। অনুষ্ঠানের কনভেনার ও সহকারী অধ্যাপক মেহেদী হাসানসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা দিনব্যাপী আয়োজনে অংশ নেন।
এ বিষয়ে তানজিলা হোসাইন বলেন, ‘প্রতি বছর ১০ নভেম্বর আন্তর্জাতিক অ্যাকাউন্টিং দিবস উদযাপন করা হয়। দিনটি হিসাববিজ্ঞানের শিক্ষার্থী ও পেশাজীবীদের জন্য আত্মমর্যাদা, নৈতিকতা ও পেশাগত পরিচয়ের প্রতীক।’
তিনি আরও বলেন, ‘এই দিবসের মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলো ব্যবসা, প্রশাসন ও অর্থনৈতিক উন্নয়নে হিসাববিদ্যার গুরুত্ব তুলে ধরার সুযোগ পায়। চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস (CA), এসিসিএ (ACCA), সিএমএ (CMA)-এর মতো পেশাগত সংস্থার অংশগ্রহণ শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপ, কর্মসংস্থান ও বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি করে।’
বিশ্ববিদ্যালয় প্রশাসন ও অংশগ্রহণকারীরা জানান, দিবসটি উদযাপনের মূল উদ্দেশ্য ছিল আধুনিক হিসাববিজ্ঞানের প্রাসঙ্গিকতা, পেশাগত নৈতিকতা ও ডিজিটাল যুগে আর্থিক স্বচ্ছতার গুরুত্ব তুলে ধরা।



