মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (MIU) সহযোগী অধ্যাপক ড. মোহাম্মাদ আবুল কালাম আজাদ পাকিস্তানে অনুষ্ঠিত ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন মেন্টাল হেলথ, হিউম্যান ডিগনিটি অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ: মিটিগেটিং গ্লোবাল সাইকোলজিক্যাল রিস্কস (MHHDCC 2025)’-এ কী-নোট স্পিকার হিসেবে অংশগ্রহণ করেছেন।
সম্মেলনটি ইউনিভার্সিটি অব সেন্ট্রাল পাঞ্জাব (UCP), পাকিস্তান-এ ২৭–৩০ অক্টোবর ২০২৫ তারিখে অনুষ্ঠিত হয়। এতে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষাবিদ, মনোবিজ্ঞানী ও গবেষকরা অংশ নেন। সম্মেলনে মানসিক স্বাস্থ্য, মানব মর্যাদা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে ১২০টির বেশি গবেষণাপত্র উপস্থাপন করা হয়।
উদ্বোধনী অধিবেশনে UCP-এর ফ্যাকাল্টি অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস এবং ফ্যাকাল্টি অব ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচারের ডিন ড. খালিদ মানজুর বাট স্বাগত বক্তব্য দেন এবং প্রো-রেক্টর ড. হাম্মাদ নাভিদ উদ্বোধনী বক্তব্য রাখেন। এ ছাড়া সম্মেলনের অন্যান্য কী-নোট স্পিকারের মধ্যে ছিলেন প্রফেসর ড. এভেলিন লিন্ডনার (ইউনিভার্সিটি অব অসলো, নরওয়ে) এবং প্রফেসর ড. বিটে সেবিট।
ড. মোহাম্মাদ আবুল কালাম আজাদকে শান্তিশিক্ষা, ইসলামিক স্টাডিজ ও নৈতিক বিকাশে তার গুরুত্বপূর্ণ একাডেমিক অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মেলনে কী-নোট স্পিকার হিসেবে আমন্ত্রণ জানানো হয়। তার বক্তৃতায় নৈতিক ও চারিত্রিক শিক্ষার মাধ্যমে বৈশ্বিক মানসিক সুস্থতা, টেকসই শান্তি এবং মানব মর্যাদা প্রতিষ্ঠার পথ নিয়ে বিশদ ও অনুপ্রেরণামূলক বিশ্লেষণ উপস্থাপন করেন।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক বিশেষজ্ঞ ড. মোহাম্মদ ইউনুস জাহিদ (সাবেক পরিচালক, এনভায়রনমেন্ট প্রোটেকশন বিভাগ), ড. আংকা মিনেকো (ইউনিভার্সিটি অব লিমেরিক, আয়ারল্যান্ড) এবং প্রফেসর ড. শাজিয়া হাসান (UCP, পাকিস্তান)।
সম্মেলনের সময় ড. মোহাম্মাদ আবুল কালাম আজাদ আরও কয়েকটি একাডেমিক সেমিনার, কর্মশালা ও বৈঠকে অংশগ্রহণ করেন। এই আন্তর্জাতিক অংশগ্রহণ তার গবেষণা ও শিক্ষাক্ষেত্রে অবদানকে আরও সমৃদ্ধ করেছে।

