বরিশালের মেহেন্দীগঞ্জে স্থানীয় জামায়াত নেতা আব্দুর রহমান ফারুকের বাড়িতে ঢুকে ককটেল বিস্ফোরণ করাসহ দুটি ঘর আগুনে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গত শনিবার রাত আড়াইটার দিকে উপজেলার ভাসানচর ইউনিয়নের আকনকান্দি গ্রামের আকনবাড়িতে পর পর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে বাড়ির দুটি ঘর আগুন দিয়ে সম্পূর্ণ ভস্মীভূত করা হয়। তবে এতে কোনো হতাহত হয়নি।
পুলিশ এবং স্থানীয় লোকজন ধারণা করছে, রাজনৈতিক বিরোধের জেরে আতঙ্ক ছড়াতে কাজিরহাট থানাধীন ভাসানচর ইউনিয়ন জামায়াতের আমির আব্দুর রহমান ফারুকের বাড়িতে শনিবার রাতে কে বা কারা প্রবেশ করে ককটেল বিস্ফোরণ ঘটানোসহ দুটি পরিত্যক্ত ঘরে আগুন দিয়েছে।
আব্দুর রহমান ফারুক অভিযোগ করেন, শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে কে বা কারা বাড়ির সামনে একটি লাকড়ির ঘরে আগুন দেয়। ওই সময় পর পর তিনটি ককটেল বিস্ফোরণের শব্দে তার ও বাড়ির লোকজনের ঘুম ভাঙলে আগুন দেখতে পান। পরে মসজিদের মাইকে লোকজন ডেকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে লাকড়ি এবং কাছারিঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে।
এই ঘটনায় কে বা কারা জড়িত থাকতে পারে, পুলিশ তা তাৎক্ষণিক নিশ্চিত না করতে পারলেও জামায়াত নেতা দাবি করেছেন, রাজনৈতিক কোনো একটি প্রতিপক্ষ নির্বাচনের আগে জনমনে ভীতি তৈরি করতে এমন কর্মকা- ঘটিয়ে থাকতে পারে।
কাজিরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জামায়াত নেতার দুটি ঘর আগুনে ভস্মীভূত হওয়ার বিষয়টি স্বীকার করেছেন। তিনি জানান, খবর পেয়ে গতকাল রোববার সকালে পুলিশ সরেজমিন পরিদর্শন করেছে। কিন্তু সেখানে ককটেল বিস্ফোরণের কোনো আলামত মেলেনি। এই ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বিশেষ করে ককটেল বিস্ফোরণ ঘটানো বা নাশকতার প্রমাণ পেলে কঠোর পদক্ষেপ রাখা হবে, মন্তব্য করেন ওসি।
এর আগে শুক্রবার রাতে বরিশাল-৪ (মেহেন্দীগঞ্জ-হিজলা) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুল জব্বারের বিলবোর্ড ও ফেস্টুন পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা।

