মাদারীপুরে প্রবাসীর স্ত্রী সুমাইয়ার আত্মহত্যার ঘটনায় দোষিদের বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন নিহতের পরিবার। গতকাল রোববার দুপুরে শহরের একটি অফিসে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। নিহত সুমাইয়ার মা রুমি বেগম অভিযোগ করে বলেন, বছরখানেক আগে সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের ভরুয়াপাড়া গ্রামের সরোয়ার হাওলাদারের ছেলে ইতালি প্রবাসী জহিরুল হাওলাদারের সঙ্গে বিয়ে হয় রাজৈরের কিসমদ্দি বাজিতপুর গ্রামের নাসির হাওলাদারের মেয়ে সুমাইয়া আক্তারের। বিয়ের পর স্ত্রীকে ইতালি নিয়ে যাওয়ার কথা থাকলেও এতে বাধা দেয় জহিরুলের পরিবার। এ নিয়ে শুরু হয় পারিবারিক কলহ। এ সময় সুমাইয়াকে মানসিক নির্যাতন শুরু হয়। নির্যাতন সইতে না পেরে পরে বাবার বাড়িতে চলে আসে সে। গত মঙ্গলবার রাতে স্বামীর সঙ্গে মোবাইল ফোনে ঝগড়া হলে মানসিক যন্ত্রণা সইতে না পেরে ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচিয়ে আত্মহত্যা করে। এ ঘটনায় স্বামী জহিরুল হাওলাদারসহ ৫ জনের নামে থানায় মামলা করে বাবা নাসির হাওলাদার।

