ঝালকাঠির নলছিটিতে মাদকদ্রব্যসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে পৌর শহরের ফেরিঘাট সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত যুবকের নাম মো. ইমন সরদার (২০)। তিনি নলছিটি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ফেরিঘাট সড়কের বাসিন্দা মো. শহিদ সরদারের ছেলে। থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে পৌর শহরের ফেরিঘাট সড়ক এলাকায় অভিযান চালিয়ে ইমন সরদারকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ২১ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১০৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গতকাল রোববার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

